ছাগল শিকারের আগেই আজগর ধরে ফেলল গ্রামবাসীরা

0
73

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ছাগল শিকার করে মেরে খাবার আগেই অজগরকে ধরে ফেললো গ্ৰামবাসীরা । ঘটনা ঘটেছে শনিবার বিকেলে আলিপুরদুয়ার জেলায় কালচিনি ব্লকের নিমতি দোমহনি এলাকায় । বেশ কিছু দিন থেকে এলাকার বাসিন্দাদের ছাগল উধাও হয়ে যাচ্ছিল ।

নিজস্ব চিত্র

আজ একটি ১৫ ফুট লম্বা অজগড় এলাকার বাসিন্দারা ছাগল শিকার করে মেরেছে খাবার আগেই গ্ৰামবাসীর নজরেআসে এবং গ্ৰামবাসীরা অজগরটিকে ধরে ফেলে। ধরে বনদপ্তর নিমতি রেঞ্জের খবর দেয় । নিমতি রেঞ্জের বন কর্মীরা এসে বিশাল অজগর টি উদ্ধার করে নিয়ে যায় । প্রাথমিক চিকিৎসা করার পর নিমতি রেঞ্জ থেকে আজগড়টি বক্সা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here