বাড়ছে পদ্মার জল, চিন্তায় চর পরাশপুর উদয়নগর

0
113

খালিদ মুজতবা, মুর্শিদাবাদঃ

বৃষ্টির জল যতই বাড়ছে ততোই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পদ্মা নদীর চরে গড়ে ওঠা বিভিন্ন গ্রামের সাধারণ মানুষদের। প্রতিবছরের মতো এবছরও বৃষ্টির জল বেশি হওয়ায় জল বেড়েছে ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী পদ্মা নদীতে।

boat | newsfront.co
নিজস্ব চিত্র

যার ফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের চর পরাশপুর, চর উদয়নগর সহ আরও বেশকিছু গ্রামের সাধারণ মানুষেরা ৷প্রতিবছরই জল বাড়ে পদ্মা নদীতে, কিন্তু বেশ কয়েক বছরের তুলনায় এ বছর পদ্মার জল বেড়েছে তুলনামূলক হারে অনেক বেশি।

people | newsfront.co
যাতায়াতের মাধ্যম ৷ নিজস্ব চিত্র

আর যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পদ্মা নদীর চরে গড়ে ওঠা বেশকিছু গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষকে। নদীতে বৃষ্টির জল বাড়ায় জলের তলায় চলে গেছে চাষের জমি। লকডাউনে কাজ হারিয়ে অনেকেই চাষবাস শুরু করেছিল ,কিন্তু বৃষ্টির জল বাড়ায় পদ্মা নদীর জলের তলায় সলিল সমাধি হয়েছে চাষের জমির।

mans | newsfront.co
চিন্তার ভাঁজ ৷ নিজস্ব চিত্র

যার ফলে মাথায় হাত পড়েছে চর পরাশপুর, চর উদয়নগর সহ একাধিক গ্রামের মানুষদের। ফলে হাঁড়িতে চাল বাড়ন্ত, ফুরিয়েছে আনাজপাতি সহ ওষুধপত্র। আর তা আনতে বেশ কয়েক ঘন্টা নৌকা পথে জল -কাদা ডিঙিয়ে ছুটতে হচ্ছে মূল ভূখণ্ডের ফরাজিপাড়া বাজার অথবা রায়পাড়া বাজারে।

crowd | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু সেখানেও সমস্যা, মূল ভূখণ্ডে আসতে গেলে সম্মুখীন হতে হয় সীমান্তের বিএসএফের হাজারও প্রশ্নের। দেখাতে হয় ভোটার কার্ড, আধার কার্ড সহ পরিচয় পত্র। বাইরে থেকে কোন আত্মীয়- পরিজন এলেও তাদেরও বিএসএফের হাজারও প্রশ্নের সম্মুখীন হতে হয়। আর সঙ্গে করে কোন পরিচয় পত্র না আনলে তাদের চরের গ্রামে প্রবেশ করতে দেওয়া হয় না।

আরও পড়ুনঃ ফের বৃষ্টি, বিপর্যস্ত আলিপুরদুয়ারের জনজীবন

চরের বাসিন্দা আনারুল ইসলাম জানান, চরের বাইরের ছেলে মেয়েদের বিয়ে দিতে গেলেও সেখানে সমস্যা, রাস্তাঘাট ভালো না থাকায় বাইরে থেকে কোন সম্বন্ধ আসতে চায় না চরের গ্রামগুলোতে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়া এই সমস্ত গ্রামের কয়েক হাজার মানুষদের দিক থেকেও চোখ ফিরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। নামমাত্র ভাবে গড়ে উঠেছে স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু সেখানে পর্যাপ্ত ওষুধের অভাব।

এখনও পর্যন্ত এই সমস্ত চরের গ্রামের পৌঁছায়নি পরিশ্রুত পানীয় জল, নেই বিদ্যুৎ- ব্যবস্থা, নেই পাকা সড়ক। বারবার প্রশাসনের কাছে তাদের সমস্যার কথা জানানো হলেও সমাধান হয়নি। তাই এখন বিভিন্ন সমস্যাকে নিত্যদিনের সঙ্গী করেই বেঁচে রয়েছে এ সমস্ত চরের সাধারণ মানুষেরা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here