নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
গ্রামে এক করোনা রোগী চিহ্নিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। তারা একজোট হয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে গ্রামের সমস্ত পথ বন্ধ করে দিলেন। সোমবার ইসলামপুর ব্লকের গাইসাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর কালানাগিন এলাকায় স্থানীয় মানুষজন একজোট হয়ে রাস্তা বন্ধ করে দেন।
তাদের বক্তব্য, ‘গ্রাম থেকে কেউ বাইরে যাবেন না এবং বাইরের কেউ গ্রামের ভেতরে আসবেন না।’ এলাকার বাসিন্দা মিহির কান্তি বিশ্বাস জানান, ‘গ্রামবাসীরা এই ঘটনায় এতটাই উদ্বিগ্ন যে তারা গ্রামকে রক্ষা করার জন্য আলাদাভাবে ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন রাস্তায় ব্যারিকেড লাগিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। খুব জরুরি অবস্থা ছাড়া কাউকেই বাড়ির বাইরে যেতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকে গ্রামে ঢোকার সমস্ত পথই কার্যত বন্ধ।’
আরও পড়ুনঃ খুশির ইদে শুধু বিষাদের সুর, দেখা নেই মন্ত্রী-আমলাদের
বাসিন্দাদের পথ বন্ধ করে দেওয়ায় ফিরে যেতে হয়েছে অনেককেই। গ্রামবাসীদের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তারা জানিয়েছেন, অবিলম্বে সম্পূর্ণ গ্রামটিকে স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584