নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা সংক্রমণ এড়াতে রতুয়া-২ নং ব্লক ও মানিকচকের সংযোগকারী সাঁকোতে অস্থায়ী বেড়া তুলে সিল করে দিলেন গ্রামবাসীরা। মানিকচকে মালদহের মধ্যে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। ফলে গোটা জেলাকে এখন অরেঞ্জ জোন হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার।
মানিকচকের সংক্রমিত এলাকা চৌকি মিরদাদপুরের নারীদিয়াড়া। এর পাশ দিয়ে বয়ে গিয়েছে কালিন্দ্রী নদী। যদিও এখন শুখা মরশুমে জল নেই। পারাপারের জন্য রয়েছে সাঁকো। বাঁশের মাচা দিয়ে গ্রামবাসীরা তা তৈরি করেছেন। সড়কপথে মানিকচক থেকে রতুয়া ব্লকে আসতে গেলে অনেক ঘুরে আসতে হবে।
আরও পড়ুনঃ ক্লাব – সংস্থার যৌথ উদ্যোগে খাদ্য বিতরণ
কিন্তু এই সাঁকো দিয়ে কালিন্দ্রী নদী পেরিয়ে বাজার, দোকান, হাসপাতাল সব কিছু হাতের নাগালে পেয়ে যান বাসিন্দারা। যোগাযোগ বন্ধের জন্য সেই সাঁকো দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছেন বাসিন্দারা। মানিকচকের সঙ্গে ভয়ে কার্যত কোন যোগাযোগ রাখতে চাইছেন না রতুয়ার লোকজন। তবে রতুয়ার লোকজনের বক্তব্য, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের সাঁকোর বেড়া খুলে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584