নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা সংক্রমণ রুখতে গ্রামবাসীরা নিজেরাই গড়লেন কোয়ারেন্টাইন সেন্টার। একই ব্লকের পরপর বেশ কয়েকজনের করোনা পজিটিভের সন্ধান মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মহেন্দ্রপুর ও রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের নিজ উদ্যোগে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করেছেন।

স্থানীয় একটি প্রাইমারি স্কুলকে গ্রামবাসীরাই কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে চিহ্নিত করেছেন। সেখানেই থাকতে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। তবে সরকারি কোয়ারেন্টাইনে সেন্টারে যেমন খাদ্যের ব্যবস্থা করা হয়, এখানে তেমন ব্যবস্থা নেই। এখানে সেন্টারে থাকা শ্রমিকদের খাদ্য পৌঁছে দেবেন বাড়ির লোকরাই।
আরও পড়ুনঃ জেলায় ফেরা শ্রমিকদের পাশে বীরভূম পুলিশ
গত সপ্তাহে রাজস্থান থেকে হরিশ্চন্দ্রপুরে প্রায় আড়াইশো শ্রমিক ফেরেন। তাঁদের মধ্যে থেকেই প্রথম বেশ কয়েক জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত গ্রামগুলিকে সিল করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের রুট মার্চ চলছে বাজার ও গ্রামগুলিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584