জমায়েত সরাতে গিয়ে আক্রান্ত পুলিশ, গাড়ি ভাঙচুর

0
141

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

জমায়েত সরাতে গেলে গোয়ালতোড়ে পুলিশের উপর হামলা, ভেঙে দেওয়া হলো পুলিশের দুটি গাড়িও। আহত একজন এসআইসহ তিন পুলিশকর্মী। এলাকায় রয়েছে চরম উত্তেজনা।

police car | newsfront.co
নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার মহারাজপুর গ্রামে বুধবার রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যে গোয়ালতোড় থানার মহারাজপুর গ্রামে লকডাউন থাকা সত্ত্বেও প্রচুর মানুষ একসঙ্গে জমায়েত করে রয়েছে।

police | newsfront.co
নিজস্ব চিত্র

গোপন সূত্রে খবর পেয়ে জমায়েত সরাতে গোয়ালতোড় থানার পুলিশ মহারাজপুর গ্রামে যায়। পুলিশ ওই গ্রামে গেলে গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ও পুলিশের দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। সেই সঙ্গে পুলিশ কর্মীদের উপর হামলা চালানো হয়।

যার ফলে গোয়ালতোড় থানার একজন এসআই সহ ৩ জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালতোড় থানার বিশাল পুলিশ বাহিনী। তারা আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।

ওই ঘটনার ফলে মহারাজপুর সহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেশজুড়ে এখন লকডাউন চলছে তাই পুলিশের পক্ষ থেকে মানুষকে একসঙ্গে জমায়েত করতে নিষেধ করা হয়েছিল। গোয়ালতোড় থানার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে একাধিকবার মাইকিং করে প্রচার করা হয়।

তবুও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার রাতে প্রচুর মানুষ একসঙ্গে জড়ো হয়েছিল।পুলিশ গোপন সূত্রে জানতে পেরে ওই গ্রামে জমায়েত সরাতে গেলে পুলিশের উপর হামলা চালায় গ্রামবাসীরা বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। সেই সঙ্গে পুলিশের দুটি গাড়িও ভেঙে দেয় গ্রামবাসীরা, বলে পুলিশের অভিযোগ।

ওই ঘটনার পর পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে। তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানার চেষ্টা করছে কি কারনে গ্রামবাসীরা বুধবার রাতে ওই গ্রামে জমায়েত করেছিল।

তবে গ্রামবাসীদের পক্ষ থেকে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা কেউ বলতে চায় নি, ওই ঘটনার পর মহারাজপুর গ্রাম পুরুষ শুন্য অবস্থায় রয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here