নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার বিরুদ্ধে অভিযোগ,তাদের নাকের ডগায় একের পর এক চুরি হয়ে চলেছে কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না তারা।গতরাতে ফের বড়সড় চুরির ঘটনা ঘটল দাসপুর থানার রাজনগর বাজারের একটি জুয়েলারি দোকানে।দোকান মালিকের দাবি এ নিয়ে তৃতীয়বার এই চুরির ঘটনা ঘটেছে তাঁর দোকানে।
সব মিলিয়ে প্রায় ৬ লক্ষ টাকার জিনিস চুরিগেছে তাঁর।ভীষণভাবে ভেঙে পড়েছেন দোকান মালিক ঝাঁগড়েশ্বর কোলে। তাঁর দাবি বারেবারে দাসপুর পুলিশে অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি।তদন্ত দূরে থাক কেসই নেয়নি দাসপুর থানার পুলিশ।
উল্লেখ্য গত কয়েকমাসে শুধুমাত্র রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়ই একাধিক দোকান ও স্কুল চুরির ঘটনা ঘটেছে।এমনকি রাজনগর গ্রাম পঞ্চায়েত অফিসও চুরি হয়। মাত্র দুদিন আগেই রাজনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ও চুরি হয়েছে।
দাসপুর রাজনগরে নিয়মিত অনিয়ন্ত্রিত চুরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজনগর ব্যবসায়ী সমিতির সদস্য থেকে সাধারণ দোকানদারাও। তাদের অভিযোগ, দাসপুর থানার পুলিশ এই চুরি নিয়ে কোনোরকম পদক্ষেপ নিচ্ছে না। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের তরফে বলা হচ্ছে,নিজেরাই রাত জেগে নিজেদের দোকান পাহারাদিন।এমন কথায় ক্ষোভ জমেছে রাজনগরের দোকানদারদের মধ্যে।তাদের বক্তব্য,বাজারের মাঝেই সারা রাত তাহলে দাসপুর পুলিশের তরফে সিভিক ভলেন্টিয়ারদের রাখা কেন?তাদের কাজ কী?আজকের এই চুরি নিয়ে ক্ষোভের মুখে পড়েন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া।সকাল বেলায় গন্তব্যে যাওয়ার পথে রাজনগর এলাকার দোকানদাররা বিধায়কের গাড়ি আটকে বিধায়ককে চুরি যাওয়া দোকানটি ঘুরে দেখান। সাথে অনুরোধ জানান রাজনগর এলাকায় চুরি সমস্যার দ্রুত সমাধান করতে।
বিধায়ক মমতা ভুঁইয়া আশ্বাস দিয়েছেন বিষয়টি গুরত্ব দিয়ে তিনি দেখবেন।তবে থেমে নেই রাজনগর ব্যবসায়ী সমিতির সদস্য ও দোকানদাররা।তারা দল বেঁধে আজ দাসপুর থানায় যান।সেখানে কর্তব্যরত অফিসারকে সমস্ত বিষয় জানান।দাসপুর পুলিশের তরফে দোকানদের দের আশ্বাস দেওয়া হয়েছে এবার গোটা ঘটনার সরেজমিনে তদন্ত হবে।
আরও পড়ুনঃ দিনে-দুপুরে মদ্যপ দের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584