মনিরুল হক, কোচবিহারঃ
করোনা পজেটিভ হওয়ার পরেও এলাকা থেকে আক্রান্তকে নিয়ে যাওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকে তুফানগঞ্জের ধলপল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার তুফানগঞ্জ-আলিপুরদুয়ার রোডে ওই অবরোধ শুরু হয়।
দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা ধরে ওই অবরোধ চলায় ক্ষুব্ধ পথ চলতি মানুষ। এক সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয় বলে জানা গিয়েছে। পরে অবরোধ তুলে নিয়ে তুফানগঞ্জ ১ নম্বর ব্লক অফিসে আসেন সেখানকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ পুলিশের জালে গ্রেফতার তিন অপহরণকারী
অবরোধকারীদের অভিযোগ, দুদিন আগে এই এলাকার এক যুবকের রিপোর্টে করোনা পজেটিভ আসে। কিন্তু তাঁকে করোনা হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই যুবক বাড়িতে না থেকে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ অবরোধকারীদের। আর তাতেই আতঙ্কিত হয়ে রাস্তা অবরোধ করেন তাঁরা। আক্রান্ত ওই যুবকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস প্রশাসনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584