নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
লাদাখে ২০ জন জওয়ানের শহিদ হওয়ার প্রতিবাদে এবার চিনের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ। সেই সঙ্গে চিনা দ্রব্য বয়কটের ডাক দিলেন তারা।
সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের মধ্যে সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা। যার ক্ষোভে বুধবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ ব্লকের ভেকুটিয়া এলাকার সাধারণ মানুষ।
উল্লেখ্য, বিশ্ব মহামারী করোনাভাইরাসের আবিষ্কারের পেছনেও চীনের হাত রয়েছে। যার জন্য ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে অবশ্য ভারতীয়দের তরফ থেকে সমস্ত চীনা দ্রব্য বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর এর মাঝেই চিন ও ভারতের সংঘর্ষে শহিদ হন কুড়ি জন ভারতীয় সেনার। সেই ঘটনায় এখন গোটা দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর এই ক্ষোভে বুধবার সকালে জেলার নন্দীগ্রাম ১ ব্লকের ভেকুটিয়ার শ্রীহরিমোড় এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
আরও পড়ুনঃ চিনা প্রেসিডেন্টের ছবি পুড়িয়ে বিক্ষোভ এবিভিপির
শহিদ জাওয়ানদের শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন তারা। যেভাবে ভারতের উপর চিনের অত্যাচার বেড়ে চলেছে তাতে আগামী দিনে চিনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা সীতাপতি জানা বলেন, “চিন আমাদের থেকে কোটি কোটি টাকা মুনাফা লুটছে। কিন্তু অযৌক্তিকভাবে ভারতের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তাই আমরা আজ থেকে সমস্ত চিনা দ্রব্য বয়কটের ডাক দিলাম।’ সবমিলিয়ে বলা চলে লাদাখের ভারতীয় সেনা জওয়ান শহিদ হওয়ার ঘটনায় এখন ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584