পর্যাপ্ত রেশন না দেওয়ার অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীরা

0
51

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের ৮ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় রেশন ডিলার রাজ মোহন বর্মনের বিরুদ্ধে পর্যাপ্ত সামগ্রী না দেওয়ার অভিযোগ তুলল গ্রামবাসীরা।

villagers protest for enough ration | newsfront.co
বিক্ষোভ গ্রামবাসীদের। নিজস্ব চিত্র

এইদিন পর্যাপ্ত সামগ্রী না দেওয়ার অভিযোগ তুলে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুশমণ্ডি থানার পুলিশ।

এই বিষয়ে খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা ঘটনাস্থলে পৌঁছে জানান পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ সংক্রমণকে উপেক্ষা করেও দেশের কাজ,সমাজসেবককে হ্যাণ্ডওয়াস বিলি হোটেল মালিকের

স্থানীয় এক গ্রামবাসী বলেন, “করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ২ কেজি চাল ৩ কেজি আটা ও গম পাওয়ার কথা থাকলেও আমরা তা পাচ্ছি না । আমাদের প্রাপ্ত দ্রব্য না দিয়েই বন্ধ করে দেওয়া হচ্ছে রেশন দোকান”।

পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কুশমণ্ডি ব্লকের জয়েন্ট ভিডিও সোহম চৌধুরী খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা সহ অন্যান্যরা।

প্রায় দুই ঘণ্টা পর ডেপুটি ম্যাজিস্ট্রেট লেপচার নির্দেশে শুরু হয় রেশন বিলি প্রক্রিয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here