নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণে অঙ্গনওয়াড়িতে বিক্ষোভ গ্রামবাসীদের

0
110

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

local protest | newsfront.co
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ গ্রামবাসীদের। নিজস্ব চিত্র

বর্তমান লকডাউনের সময় খুদে ছাত্র-ছাত্রীদের পুষ্টির কথা ভেবে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের খাদ্য সামগ্রী প্রদান করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তাই ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলায় শুরু হয়েছে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি।

Rice quality | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু তার মধ্যেও জেলার বেশ কয়েকটি জায়গা থেকে নিম্নমানের সামগ্রী প্রদানের অভিযোগ উঠতে শুরু করে। আর সেই একই অভিযোগ এবার উঠল বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভাউদী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এদিন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ক্ষুদে পড়ুয়াদের খাদ্য সামগ্রী বাবদ চাল ও ডাল দেওয়া হচ্ছিল।

আরও পড়ুনঃ চিকিৎসকের মৃত্যু ঘিরে বিতর্ক

Pulses | newsfront.co
নিজস্ব চিত্র

তবে সেখানে সামগ্রীর মান এতটাই নিম্ন যে, তা দেখে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক থেকে শুরু করে গ্রামবাসীরা। আর এই ঘটনার জন্যই এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।
যদিও পরে ব্লক প্রশাসনের আশ্বাসে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয় বলে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here