নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাতের অন্ধকারে মৃতদেহ কবর দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। এলাকাবাসী প্রতিবাদ করায় লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ার কবরডাঙা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।
স্থানীয় মানুষদের অভিযোগ, গতকাল রাত্রি ২ টা নাগাদ মেদিনীপুর পুরসভার জেসিবির দিয়ে মাটি খুঁড়ে মৃতদেহ পোতার সময় এলাকার কয়েকজন মানুষ দেখতে পায়।
এরপরই তারা ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের উপর কোতওয়ালী থানার পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এমনকি থানার অফিসাররা বাড়িতে ঢুকে মারধর করার হুমকি দেয় বলেও অভিযোগ এলাকাবাসীর।
আরও পড়ুনঃ সরকারি জায়গা দখল করে বাড়ি করার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
আজ সকাল থেকেই এলাকায় এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এলাকার মানুষদের অভিযোগ, কবরস্থানের পাশেই রয়েছে জনবসতি। রাতের অন্ধকারে এভাবে করোনা আক্রান্ত মৃতদেহ পোতা হলে তার থেকে সংক্রমণ ছড়াতে পারে এলাকায়। সেই কারণেই এলাকার মানুষ প্রতিবাদ করে।
এলাকার মানুষের দাবি, রাতের অন্ধকারে নয়, দিনের বেলায় কবরস্থানের মধ্যে নির্দিষ্ট জায়গায় এলাকার মানুষকে নিরাপদ রেখে করোনা আক্রান্তদের পোতা হোক, যাতে এলাকার মানুষ নিরাপদ ভাবে বসবাস করতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584