শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
ফের রেশন দোকানের ডিলারের বিরুদ্ধে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলায় কুশমণ্ডি ব্লকে তিন নম্বর উদয়পুর গ্ৰাম পঞ্চায়েত এলাকার কানন্দহে ১৫৮ নং রেশন দোকানের ডিলার আব্দুল মান্নানের বিরুদ্ধে রেশন সামগ্ৰী কম দেওয়ার ফের অভিযোগ উঠল।
মুখ্যমন্ত্রীর নির্দেশে সঠিক পরিমাণে চাল আটা না পাওয়া এদিন গ্ৰামবাসীরা বিক্ষোভ দেখান। এমনকি ঘরের মধ্যে আটকে রাখেন রেশন দোকানের ডিলারকে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কুশমন্ডি থানার পুলিশ, কুশমন্ডি ব্লক ফুড সাপ্লাই ইন্সপেক্টর শুভাশিস নান্নাশি ও উদয়পুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান আব্দুর রাজ্জাক। কোনোমতে পরিস্থিতি সামাল দেন তারা।
আরও পড়ুনঃ রেশন দূনীর্তি নিয়ে বিজেপির অভিনব রূপসজ্জা রায়গঞ্জের রাস্তায়
এর আগে এপ্রিল মাসে রেশন সামগ্ৰী কম দেওয়া নিয়ে অভিযোগ উঠেছিল এই রেশন মালিকের বিরুদ্ধে। বারংবার অভিযোগ করা সত্ত্বেও কুশমণ্ডি ব্লক প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। রেশন দোকানের মালিক আব্দুল মান্নান সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ।
এই প্রসঙ্গে গ্ৰামবাসী অরুপ হালদার জানান, এদিন সকাল থেকে রেশন সামগ্ৰী কম দেওয়া নিয়ে নানা অভিযোগ ওঠে। ৩৯ কিলো চাল পাওয়ার কথা সেখানে ৩৫ কিলো চাল দেওয়া হয়েছে। কেউ যেখানে ২৫ কেজি চাল পাবেন, সেখানে তাকে ২০ কিলো চাল দিচ্ছে । সাধারণ মানুষ ঠিক মতো খেতে পারছে না। অথচ গরিব মানুষদের পেটের ভাত কাড়া হচ্ছে। আমরা এই রেশন ডিলারের বদলি চাই। তবে কুশমণ্ডি ব্লক প্রশাসন ও ফুট সাপ্লাই আধিকারিক কোনো মন্তব্য করেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584