দিঘায় পর্যটকদের জন্যে হোটেল খুলতেই এলাকাবাসীদের বিক্ষোভের মুখে মালিকপক্ষ

0
48

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

দীর্ঘদিন লকডাউন থাকার পর অবশেষে রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে ধীরে ধীরে খুলতে শুরু করেছে পর্যটন স্থান গুলি। সেই মতন আস্তে আস্তে খুলতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা পর্যটক স্থান।

locality protest | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু পর্যটকদের জন্যে হোটেল খুলতেই বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসী মহিলারা। করোনা সংক্রমণ -এর মধ্যেই সারা দেশের সাথে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘা, মন্দারমনি প্রমুখ সৈকত শহরের হোটেল মালিকেরা পর্যটকদের জন্য দরজা খুলে দেন। এর পরেই দিঘাতে হোটেল মালিকদের এই উদ্যোগের বিরুদ্ধে আন্দোলনে নামল স্থানীয় বাসিন্দারা।

গত বুধবার বিকেলে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স  অ্যাসোসিয়েশনের সভায় মারণ ভাইরাস করোনা সংক্রমণের ভয়ের আবহের মধ্যেই বৃহস্পতিবার থেকে দিঘার হোটেল গুলি খোলার সিদ্ধান্ত হয়। সেই মত গতকাল খোলে হোটেল। এক জন দুই জন করে পর্যটকেরা আসতে শুরু করেন সৈকত শহরে। এর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শুক্রবার আন্দোলনে নামল এলাকার বাসিন্দারা।

tourist | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন হোটেল মালিকেরা দরজা খুলতেই স্থানীয় আরাধনা নারী কল্যান সমিতির নেতৃত্বে মহিলারা আন্দোলনে নামেন। হোটেলের দরজায় দরজায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। মহিলাদের আন্দোলনের সামনে কয়েকটি হোটেল তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেন।

আরও পড়ুনঃ বাংলায় দশদিনে দ্বিগুণ বৃদ্ধি কনটেনমেন্ট জোন

পর্যটকদের ঘিরেও বিক্ষোভ দেখান তারা।আন্দোলনকারী মহিলারা জানিয়েছেন বাইরের থেকে আসা পর্যটকেরা দিঘায় এলে স্থানীয় বাজারে ঘুরবে, তার থেকে করোনা সংক্রমণের আশংকা থেকে যায়।

তাই অবিলম্বে পর্যটকদের দিঘায় আসা বন্ধ করতে হবে। আগামী এক মাস দিঘা কিংবা অন্যান্য সৈকত শহর পর্যটকদের জন্যে খোলা যাবেনা বলে তারা দাবি জানিয়েছেন। মহিলাদের এই আন্দোলনের বিষয়ে প্রশাসন ও হোটেল মালিকদের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here