কোয়ারেন্টাইন সেন্টার গড়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ বহরমপুরে

0
52

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

জনবসতির মাঝে পরিযায়ীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার গড়ার সিদ্ধান্তের প্রতিবাদ করতে বাঁশ ফেলে বিক্ষোভ এলাকাবাসীর।

villagers protest for quarantine center in Berhampore | newsfront.co
বিক্ষোভ। নিজস্ব চিত্র

বহরমপুর শহরের বিভিন্ন প্রাথমিক স্কুলগুলি নেওয়া হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য। যেভাবে পরিযায়ী শ্রমিকরা ঢুকছেন তাতে কোয়ারান্টাইন সেন্টার মাতৃ সদনে জায়গা দেওয়া সম্ভব নয়।

Locality | newsfront.co
নিজস্ব চিত্র

সে কারনে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চিন্তাভাবনা করে বহরমপুরের বিভিন্ন প্রাথমিক স্কুলগুলি নেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের রাখার জন্য। তবে শহরের অভ্যন্তরে বেশীরভাগ স্কুলগুলি ঘনবসতিপূর্ন এলাকার মধ্যে৷ যে কারনে আপত্তি জানাচ্ছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে নতুন করে করোনায় আক্রান্ত ৪

রবিবার দুপুর নাগাদ বহরমপুর পুরসভা সংলগ্ন একটি প্রাথমিক স্কুলে পরিযায়ী শ্রমিকদের রাখার কথা শুনে এলাকাবাসীরা ঝামেলার সৃষ্টি করে।

তাদের বক্তব্য ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের সেখানে রাখা যাবে না। তাই রাস্তা আটকাতে বাঁশ ফেলে দেয়। বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলে এলাকাবাসী পুলিশের কাছে অভিযোগ করা শুরু করে যেন না রাখা হয় পরিযায়ীদের। দীর্ঘ কথাবার্তার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সব স্বাভাবিক করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here