নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ভেজাল আটা দেওয়ার অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভে সরব হলেন বাসিন্দারা।রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সেখালিপুর গ্রামে জনসাধারণকে প্লাস্টিক আটা দেওয়ায় ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল গ্রাহকেরা।
লকডাউনে রাজ্য সরকারের নির্দেশমতো প্রতিটি রেশন দোকানে খাদ্য সামগ্রী বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু আটা থেকে প্লাস্টিক বের হওয়ার কারণে ক্ষোভে ফেটে পড়েন অনেকে। অভিযুক্ত ডিলারের নাম সিরাজুল ইসলাম।
আরও পড়ুনঃ প্রেসক্রিপশন রেফারেন্সে টাকা দিয়ে বেসরকারি ল্যাবে করা যাবে করোনা পরীক্ষা!
তবে কয়েক গ্রাহক ডিলারের কোন দোষ দেখছেন না। কারণ যে মিল থেকে আটা নিয়ে আসা হয়েছে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন তারা। ঘন্টা খনেক ধরে চলে সে বিক্ষোভ কর্মসূচি।
পরবর্তীতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসায় ওনার সামনে সমস্ত কিছু তুলে ধরা হয়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভেজাল আটা কোনোমতেই বিলি করা যাবে না বলে আশ্বাস দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584