নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুরে দীঘা-নন্দকুমার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পুলিশ এলে পুলিশের সাথে গ্রামবাসীদের বচসা বাধে।
জানা গিয়েছে, স্থানীয় গড়বাড়ির বংশীধর বুথ এলাকায় কয়েকদিন আগে করোনা পজিটিভ ধরা পড়ার পর স্থানীয় মানুষজনকে বাড়িতেও থাকতে নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের তরফ থেকে এলাকা ঘিরে দেওয়া হয়। বাজার গুলিও বন্ধ। তারপরেই আসে ঘূর্ণিঝড় আমফান। লন্ডভন্ড করে দিয়ে যায় সব কিছুই। তারপর থেকেই এলাকায় জলের সঙ্কট, বিদ্যুৎ নেই। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা পায়নি মানুষজন।
আরও পড়ুনঃ কুকীর্তির অভিযোগে পুলিশের হাতে পাকড়াও পাঁশকুড়ার এক যুবক
প্রশাসনের কাছে বলতে গেলে শুধুই আশ্বাস দেওয়া ছাড়া আর কিছুই মেলে না। কোনোরকম সাহায্য পৌঁছায়নি এলাকায়। তাই আজ এলাকার মানুষ বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
প্রায় ঘন্টাখানেক ধরে কলাগাছের গুড়ি ফেলে লাঠি হাতে নিয়ে চলে অবরোধ। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের তরফ থেকে জোর করে বিক্ষোভ উঠিয়ে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584