তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
সরকার থেকে পূজার সময় রেশনে খাদ্যদ্রব্য পর্যাপ্ত পরিমাণে এলেও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল গ্রাম পঞ্চায়েতের সুরসা-মনোহরপুর গ্রামের রেশন প্রাপকদের রেশন ডিলার নিয়ম অনুসারে না দিয়ে কম দেওয়ায় রেশন ডিলারদের বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় বৃহস্পতিবার সকালে।সুরসা-মনোহরপুরের গ্রামবাসীদের অভিযোগ এই গ্রামের রেশন ডিলার মিহির ভৌমিক নিজের ইচ্ছা মত প্রতিটা রেশন প্রাপকের চাল,তেল,চিনি কম দেয়।গ্রাম বাসীদের অভিযোগ এই রেশন ডিলার গ্রামবাসীদের প্রতিনিয়ত ঠকিয়ে সেই মালপত্র অন্যত্র বিক্রি করে দিচ্ছে।
রেশনের মাল গ্রামবাসীদের কম দেবার অভিযোগে বৃহস্পতিবার রেশনের দোকান ঘেরাও করে রাখা হয় । সুরসার গ্রামবাসী বেনু দেব শর্মা উপেন বর্মন,জীবন বর্মন বলেন দীর্ঘদিন ধরে এই রেশন ডিলার মিহির ভৌমিক। গ্রামের অধিকাংশ গ্রামবাসীদের সঠিকভাবে সরকারি রেশনের মাল থেকে বঞ্চিত করে আসছে।আমরা এই রেশন ডিলারের পরিবর্তন চাই। তারা জানান এই রেশনের ডিলারের বিরুদ্ধে আগামীকাল কালিয়াগঞ্জের বিডিও,খাদ্য পরিদর্শক সহ সবাইকে তারা লিখিত অভিযোগ জানাবে বলে জানা যায় পরে রেশন ডিলার ভবিষ্যতে আর ভুল করবে না বলে প্রতিশ্রুতি দিলে ঘেরাও তুলে নেন গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ যুবককে পুড়িয়ে মারার নিদান দিল গ্রামের সালিশি সভা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584