নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রাস্তা মেরামতের দাবিতে ধানের চারা রাস্তায় রোপণ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের বোঁচাডাঙা গ্রাম পঞ্চায়েতের সিংতোর এলাকায়। এদিন দুপুরে গ্রামের বাসিন্দারা কাঁচা রাস্তার মধ্যে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান।
বেহাল রাস্তা নিয়ে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের অভিযোগ, ‘ফি বছর বর্ষা আসলেই কাঁচা এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যায়। পঞ্চায়েত বা প্রশাসনের রাস্তা মেরামতের বিষয়ে কোনো হেলদোল নেই। তাই বাধ্য হয়ে প্রতিবাদ জানাতে কাঁচা রাস্তায় ধানের চারা লাগালাম। খুব তাড়াতাড়ি এই রাস্তা যদি সংস্কার না করা হয়, তাহলে আগামী বিধানসভা আমরা ভোট বয়কটের পথে হাঁটব।’
আরও পড়ুনঃ পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলাশাসকের কার্যালয়ে ডেপুটেশন বাম – কংগ্রেসের
যদিও বোঁচাডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আরশেদ আলী জানান, তিনি রাস্তা নিয়ে ক্ষোভের কথা শুনেছেন। খুব তাড়াতাড়ি ওই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584