নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
রাজস্থান থেকে ফিরেছে মালদহ জেলার হরিশচন্দ্রপুর এলাকারই প্রায় তিনশোর বেশি শ্রমিক ও তাদের পরিবার। কিন্তু গ্রামে ফিরতেই এদের নিয়ে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। কারণ এরা সরকারের নির্দেশিকা অমান্য করে গ্রামের যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। সোশ্যাল ডিস্ট্যান্সসিংয়ের নির্দেশ মানছেন না।
এতে গ্রামের লোকেরা সংক্রমণের ভয় ছড়িয়েছে। হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন জানান রাজ্য সরকারের উদ্যোগে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ২২৩ জন পরিযায়ী শ্রমিক ও তার পরিবার আজমীর শরীফ থেকে এসে পৌঁছায়।
আরও পড়ুনঃ মূক-বধির যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে দিল পুলিশ
স্বাস্থ্য দফতরের কড়া নজরদারিতে এরা হোম কোয়ারান্টিনে থাকার কথা। কিন্তু তাদের অধিকাংশই বাড়িতে বন্দি না থেকে গ্রামে ঘোরাঘুরি করছেন। তাতেই এলাকাতে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584