বৃদ্ধাশ্রম চাইছেন গ্রামবাসীরা

0
65

সুদীপ পাল,বর্ধমানঃ

এক ছেলে।চাকরি সুত্রে বাইরে।বৃদ্ধ বৃদ্ধা বাবা-মাকে দেখার কেউ নেই।ফলে অবহেলায় দিন কাটছে তাঁদের।এ ছবি বড় পরিচিতি। সেই কথা মাথায় রেখেই বর্ধমানের আউসগ্রাম ২ ব্লকের বর্ধিষ্ণু গ্রামের বাসিন্দারা চাইছেন এলাকায় হোক বৃদ্ধাশ্রম।বাসিন্দাদের বক্তব্য, সম্প্রতি বর্ধমানের বৃদ্ধাশ্রমের পথ চলা শুরু হয়েছে।বর্ধমান কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে তাঁদের বক্তব্য,এখানেও তৈরি হোক বৃদ্ধাশ্রম।

Villagers seeking old age Home
মনোরম এই পরিবেশেই গড়ে উঠুক বৃদ্ধাশ্রম চাইছেন এলাকাবাসী। নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দারা বলছেন, এই দেবশালা বর্ধিষ্ণু গ্রাম। এখানে অনেক পরিবারেই দেখা যায়, যে চাকরি সূত্রে ছেলে বাইরে। বৃদ্ধ বাবা-মাকে দেখার কেউ নেই। পাড়া-পড়শির তাঁদের যতটুকু নজর রাখেন সেভাবেই কোনরকমে দিন গুজরান হয়। অথচ বৃদ্ধ বয়সে সাহচর্যের একান্ত দরকার।তাছাড়া শরীর খারাপ হলেও নির্ভর করতে হয় সেই প্রতিবেশীদের উপর, কখন তাঁরা ডাক্তারের কাছে নিয়ে যাবেন!

আরও পড়ুনঃ টিফিনের খরচ বাঁচিয়ে অনাথ আশ্রমকে আর্থিক সাহায্য প্রদান পড়ুয়াদের

এলাকাবাসীর আর্জি, দেবশালা গ্রামের দক্ষিনে শালজঙ্গলে ঘেরা যে মনোরম পরিবেশ রয়েছে,সেখানে তৈরি করা হোক বৃদ্ধাশ্রম।তাতে বৃদ্ধ-বৃদ্ধারা উপকৃত হবেন।
দেবশালা পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সী বলেন,বিষয়টি নিয়ে সমীক্ষা করা দরকার তারপরে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে। তবে এলাকায় বৃদ্ধাশ্রম তৈরির বিষয়ে কোনো প্রস্তাব পাইনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here