মৃতদেহ সৎকারে বাধা, বিক্ষোভ বাসিন্দাদের

0
49

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা আতঙ্কে এবার বালুরঘাট শহরের খিদিরপুর মহা শ্মশানের বৈদ্যুতিক চুল্লিতে একটি মৃতদেহর সৎকার আটকে দিল এলাকার বাসিন্দারা। মৃতদেহ যাতে সৎকার করতে না পারে সেজন্য মৃতদেহের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশ এলে তাদেরও স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। ওই দেহ সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় পুলিশ।

Chaos | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন বিকেলে খিদিরপুর মহাশ্মশানে একটি মৃতদেহ বহনের গাড়িতে করোনার মৃতদেহ যেমন প্ল্যাস্টিকে মুড়ে পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়,ঠিক সেই ভাবে প্ল্যাস্টিক দিয়ে মুড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। মহিলার ওই মৃতদেহ দাহ করার জন্য মাত্র একজন হোমগার্ড, মৃতদেহ বহনের গাড়ির চালক ও একজন মাত্র লোক নিয়ে আসে।

আরও পড়ুনঃ করোনা আতঙ্কে কাঠের সেতুর পাটাতন খুললেন গ্রামবাসীরা

স্থানীয়রা জানান, বিষয়টি নজরে এলে তাদের সন্দেহ হয়। তারা ওই গাড়ির সঙ্গে থাকা লোকজনের কাছে মৃতদেহর সৎকারের ব্যাপারে খোজখবর নিয়ে জানতে পারেন ওই মৃতার বাড়ি জেলার তপন ব্লকে। মৃতার বাড়ি তপনে কিন্তু দেহ এভাবে প্ল্যাস্টিকে মুড়ে তপনে না নিয়ে গিয়ে বালুরঘাট মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লিতে কেন দাহ করার জন্য নিয়ে আসা হল, তা নিয়ে সন্দেহ দানা বাধে বাসিন্দাদের মনে।

আরও পড়ুনঃ ব্যাঙ্কের সিঁড়িতে সাপ, ব্যাহত পরিষেবা

পাশাপাশি আরও সন্দেহ আরো তীব্র হয় মৃতার দেহ দাহ করার জন্য আনা হয়েছে, অথচ মৃতার পরিবারের একজন মাত্র লোক ছাড়া আর কেউ না থাকায়। এরপরেই স্থানীয়রা মৃতদেহের গাড়ি ঘিরে বিক্ষোভ জানিয়ে দাবি করতে থাকেন। অবিলম্বে দেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানায় তারা। খবর যায় ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহের কাগজপত্র দেখে বোঝে, ওই মহিলার মৃত্যু হয়েছে অস্বাভাবিক ভাবে। এদিন বালুরঘাট জেলা হাসপাতালে ওই মৃতদেহ ময়না তদন্তের পর সৎকারের জন্য শ্মশানে নিয়ে আসা হয়।

জানা গেছে পুলিশ এরপর পরিস্থিতি সামাল দিতে ও দেহ দাহ করতে দেওয়ার জন্য স্থানীয়দের দফায় দফায় বোঝানোর চেষ্টা চালানোর পরও বরফ না গলায় পুলিশ বাধ্য হয় ওই মৃতদেহ শ্মশান থেকে ফিরিয়ে নিয়ে যেতে।এই নিয়ে এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে। তাদের অভিযোগ এভাবে পুলিশ দিয়ে চাপ সৃষ্টি করে বালুরঘাটের বাইরের মৃতদেহ কেন দাহ করানোর চেষ্টা চালাচ্ছে তা তারা বুঝে উঠতে পারছে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here