ভালুকা থেকে শান্তিপুর বেহাল রাস্তায় দুর্ভোগ চরমে বাসিন্দাদের

0
134

শ্যামল রায়,নবদ্বীপঃ

বর্ষা শুরু হতেই বেহাল রাস্তার অবস্থা আরো দুর্গম হয়ে পড়ায় এলাকার বাসিন্দাদের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাই রাস্তা মেরামতের দাবিতে এলাকার বাসিন্দারা সরব হয়েছেন।
নদীয়া জেলার নবদ্বীপ থানার অন্তর্গত ভালুকা থেকে শান্তিপুর পর্যন্ত চরম বেহাল হয়ে পড়েছে রাস্তাটি। রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত  তৈরি হয়েছে ।
ফলে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে।চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসীদের,অথচ এই রাস্তাটি সরাসরি কলকাতার সাথে যোগাযোগের একমাত্র রাস্তা।কম সময়ে পৌঁছানো যায় শান্তিপুর হয়ে রানাঘাট ও কলকাতা। এই রাস্তাতেই চলে অনেক ম্যাজিক গাড়ি সেই সাথে চলে বহু বাস লরি অন্যান্য যানবাহন।
রাস্তাটির বেহাল হয়ে পড়ার কারণে এলাকার মানুষ বারবার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক স্তরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন কিন্তু কাজের কাজ এখনো হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
রাস্তাটি এতটাই বেহাল যে জলকাদায় একাকার হয়ে পড়ায় স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যেতে চরম সমস্যার মধ্যেও পড়তে হচ্ছে।
অনেকেই ভালুকা থেকে সরাসরি শান্তিপুর রেল স্টেশনে পৌঁছাতে হয় এই রাস্তা দিয়েই। কিন্তু বেহাল রাস্তা দিয়ে এলাকার মানুষের  চরম সমস্যার মধ্যে পড়তে হয়।

বেহাল রাস্তা।নিজস্ব চিত্র

স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহালায় পড়েছে। বহুদিন ধরে আমরা বেহাল রাস্তা মেরামতের দাবি জানিয়ে আসছি কিন্তু এখনও পর্যন্ত সংস্কারের কোন উদ্যোগ চোখে পড়েনি প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের।
নবদ্বীপ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি আরতি দেবনাথ জানিয়েছেন যে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি আশা করি তাড়াতাড়ি বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here