লরির রেষারেষিতে দুর্ঘটনায় আহত চার

0
69

পিয়ালী দাস, বীরভূমঃ

একদিকে যখন পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বীরভূম জেলায় বিভিন্ন জায়গায় প্রচার চলছে ঠিক তখনই বীরভূমের রামপুরহাটে রেষারেষির কারণে পথদুর্ঘটনায় আহত চার। আহতরা রামপুরহাট জেলা স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন, তাদের প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত দুটো নাগাদ গভীর রাতে রামপুরহাটের লোটাস প্রেস মোড়ের কাছে দুটো লরি রেষারেষি করছিল, এমন সময় অপর দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় লরির চালক ও খালাসি মিলে মোট চারজন গুরুতর জখম। তারা প্রত্যেকেই রামপুরহাট জেলা স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন। একদিকে জেলায় যখন পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পুলিশের প্রচার চলছে ঠিক সেই সময় এরকম রেষারেষির কারণে পথ দুর্ঘটনায় সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জাতীয় সড়কে গভীর রাতে এমন দুর্ঘটনায় এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এলাকায় রামপুরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, গাড়ি দুটিকে উদ্ধার করে আটক করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here