বেহাল খোসালপুর ব্রিজ,উদাসীন প্রশাসন

0
142

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

বেহাল দশা মুর্শিদাবাদ জেলার ফরাক্কার অন্তর্গত খোসালপুর ব্রিজের ৷ খোসালপুর ব্রিজ মূলত পশ্চিমপাড় এবং পূর্বপাড়ের স্থানীয় এলাকাবাসীদের যোগাযোগ ব্যবস্থার একমাত্র ভরসা ।

bridge damage | newsfront.co
ব্রিজের ভগ্নদশা ৷ নিজস্ব চিত্র
damage bridge | newsfront.co
ব্রিজের ভগ্নদশা ৷ নিজস্ব চিত্র

কিন্তু এই খোসালপুর ব্রিজের অবস্থা বেহাল হয়ে পড়েছে, যেখানে সেখানে দেখা যাচ্ছে মরচে পড়া রোড এই খোসালপুর ব্রিজের উপরে সেফটি রেলিং-এ ও দেখা যাচ্ছে রড৷ ব্রিজের অবস্থা বেহাল হওয়ায় যখন তখন ভয়াবহ বিপদ ঘটে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

bridge | newsfront.co
নিজস্ব চিত্র
toto | newsfront.co
ঝুঁকির যাত্রা ৷ নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দাদের প্রাণের ঝুঁকি নিয়ে এই ব্রিজের উপর দিয়ে পারাপার করতে হচ্ছে তবুও এটি মেরামতের ক্ষেত্রে প্রশাসনের কোন হেলদোল নেই।এই ব্রিজের উপর দিয়ে টোটো এবং নিত্যযাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে ৷ কবে এই ব্রিজের মেরামতির কাজ শুরু হবে এই আশায় দিন গুনছে স্থানীয় বাসিন্দারা, যাতে শান্তি ভাবে এই ব্রিজের উপর দিয়ে পারাপার করা যায় ।

আরও পড়ুনঃ শালবনিতে নাম না করে শুভেন্দু কে তোপ দাগলেন ছত্রধর মাহাতো

এই বিষয় নিয়ে ফরাক্কার কংগ্রেসের বিধায়ক মাইনুল হক জানান, এই খোসালপুর ব্রিজের মেরামতির জন্য এর আগে অনেক বার ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি, তিনি আরও জানান, আগামী এক দুই দিনের মধ্যে ফরাক্কা ব্যারেজের নতুন ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজারের সাথে কথা বলবেন এবং খোসালপুর ব্রিজের সমস্যার বিষয়টি জানাবেন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here