লকডাউনে গ্রামে বোল্ডার বোঝাই ট্রাক আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

0
66

মনিরুল হক, কোচবিহারঃ

সারাদেশে যখন করোনা নামক এক অচেনা ভাইরাসের সঙ্গে লড়াই করে চলেছে সাধারন মানুষ। তার হাত থেকে রেহাই পেতে শুরু হয়েছে লকডাউন। আর সেই লকডাউনের কারনে দেশে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। কিন্তু এই লকডাউন পরিস্থিতিতেও বিভিন্ন জায়গা থেকে বোল্ডার বোঝাই ট্রাক নিয়ে আসা হচ্ছে মেখলিগঞ্জে।

Mekhliganj police station | newsfront.co
নিজস্ব চিত্র

আর ওই ঘটনার পরে এলাকার মানুষ নিজেরা সচেতন হয়ে ট্রাক চালকদের জিজ্ঞাসা করে, কোথা থেকে এসেছেন? এখানে এভাবে ঘোরাঘুরি করছেন কেন? পরে ওই এলাকার সাধারন মানুষ ট্রাক গুলির পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে।

আরও পড়ুনঃ সংক্রমণ এড়াতে সবজি বাজার অন্যত্র সরালো প্রশাসন

ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে এই ঘটনায় জেরে উত্তেজনা ছড়াল এলাকায়। এমনকি পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ তোলেন বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা আছিরুদ্দিন মহম্মদ, বলরাম বর্মণ, সুধির দাস প্রমুখরা বলেন, বর্তমান পরিস্থিতিতে বাইরে থেকে ট্রাক চালকরা এখানে বোল্ডার নিয়ে আসছেন। তাই বিষয়টি নিয়ে তাঁরা আতংকে রয়েছেন।

এ বিষয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ লাঠিচার্জের বিষয়টি অস্বাকীর করে বলেন, ‘খবর পেয়ে তারা সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছে। এতে এক পুলিশ কর্মী জখম হয়েছেন। তবে পুলিশ লাঠি চালায়নি।’

পাশাপাশি মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও সিদ্ধার্থ দর্জি ও তিস্তা ব্রীজ কনস্ট্রাকশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তন্ময় সরকার বলেন, ‘বোল্ডারের ট্রাক আসা নিয়ে স্থানীয় কিছু মানুষ আপত্তি তুলেছেন বলে শুনেছি। এর বাইরে কিছু বলা সম্ভব নয়।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here