নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সুপার সাইক্লোন আমপানের ক্ষতিপূরণের তালিকা নিয়ে ইতিমধ্যে গোটা জেলা জুড়ে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। স্বজনপোষণ থেকে দলবাজি সমস্ত অভিযোগ নিয়ে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক তৃণমূল নেতাকে শোকজ করেছে দল। তারপরেও ক্ষতিগ্রস্তদের ক্ষোভ- বিক্ষোভ লেগেই রয়েছে সারা জেলা জুড়ে।

এবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের নাটশাল- ১নং গ্রাম পঞ্চায়েতের নাটশাল- কুম্ভচক গ্রামের পঞ্চায়েত সদস্যা গীতা প্রামানিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। যার জেরে অস্বস্তিতে জেলা তৃণমূল।ইতিমধ্যে গোটা পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগে শতাধিক তৃণমূল নেতাকে শোকজ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব।
টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনেককেই। সেইমতো দলীয় চাপে অনেক নেতাই টাকা ফেরত দিয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষদের। এরপরেও ক্ষতিগ্রস্তদের ক্ষোভ- বিক্ষোভ বিভিন্ন জায়গায় লেগেই চলেছে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের নাটশাল- ১ গ্রাম পঞ্চায়েতের নাটশাল- কুম্ভচক গ্রামের পঞ্চায়েত সদস্যা গীতা প্রামানিকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ মেদিনীপুরে ঘুড়ির মাঞ্জা সুতোতে আটকে পড়া পেঁচা উদ্ধার
এদিন প্রায় পঞ্চাশ জনেরও বেশি গ্রামবাসী ক্ষতিগ্রস্তদের তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত সদস্যা গীতা প্রামানিককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রামবাসীদের অভিযোগ, ঘূর্ণিঝড়ে গোটা গ্রাম লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পরেও পঞ্চায়েত সদস্যা কোনরকম খোঁজখবর নেননি। উপরন্তু নিজের দলেরই নেতাদের নিয়ে গোপন বৈঠক করে দলের লোকদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দিয়েছেন। পাকা বাড়ি রয়েছে এমন একাধিক মানুষও ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। কিন্তু যাদের ক্ষতি হয়েছে তাদেরই নাম নেই ওই ক্ষতিপূরণের তালিকার মধ্যে। গ্রামবাসী পরিমল বিশ্বাস বলেন, “পঞ্চায়েত সদস্যা ঝড়ের পর একবারও এলাকা ঘুরে দেখেননি।
উল্টে যাদের পাকা বড় বড় বাড়ি রয়েছে তাদের নাম ক্ষতিপূরণের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।” সমস্ত অভিযোগ নিয়ে পঞ্চায়েত সদস্যা গীতা প্রামানিক বলেন, “ক্ষতিপূরণের টাকা সমস্ত মানুষকে দেওয়া সম্ভব হয়নি ঠিকই। ক্ষতি হয়নি এমন চারজন ব্যক্তির নাম তালিকার মধ্যে রয়েছে।
আরও পড়ুনঃ পাঁশকুড়ায় মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ
তাদের অবিলম্বে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে।”এ বিষয়ে মহিষাদল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে বলেন, “এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লে গোটা বিষয়টি নিশ্চয়ই দেখা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584