নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃজেলার তপনক ব্লকের অন্তর্গত দশ নম্বর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পাতকোলা সংসদে রয়েছে তিন কিলোমিটার সিমেন্ট কংক্রিটের রাস্তা।পাতকোলা থেকে এই রাস্তাটি সোজা গিয়ে চামটাকুড়ি এলাকার প্রধান সড়কে মিশেছে।গত আগষ্ট মাসের ভয়াবহ বন্যায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে ওঠে।খানাখন্দেও ভরে উঠেছে গোটা রাস্তা।
রাস্তা মেরামতের দাবীতে গ্রামবাসীরা স্থানীয় তৃণমূল পরিচালিতি গ্রাম পঞ্চায়েতে দাবী জানিয়েছেন কিন্তু কেউ কর্ণপাত করেনি।
ভোট শিয়রে ভোটারদের মন জয় করতে গত কাল ময়দানে নামতে দেখা যায় বিজেপি কর্মীদের প্রায় শ’খানেক বিজেপি স্থানীয় নেতা কর্মী সমর্থক সকাল থেকে দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা মেরামতের করতে শুরু করে ।
কিন্তু নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এই ধরনের কাজ নির্বাচন বিধি ভঙ্গের মধ্যে পড়ে।এই নিয়ে শুরু হয় বিতর্ক।এই এলাকায় বিজেপি’র জেলা পরিষদের প্রার্থী দ্বারকা প্রসাদ ভগতের প্রচারে সামিল যুব সভাপতি অভিষেক সেনগুপ্ত বলেন,কাজটি সরাসরি সরাসরি বিজেপি করেনি।গ্রামপঞ্চায়েত ও প্রসাশনের উপর আস্তা হারিয়ে গ্রামবাসীরা নিজেরাই এউ কাজের উদ্যোগ নিয়েছে।তাদের সহযোগিতা করেছে বিজেপি’র স্থানীয় কর্মী সমর্থকরা।অন্যদিকে তৃণমূল সূত্রে জানানো হয়েছে,ভোটে পেতে নাটকবাজি করছে বিজেপি।কিন্তু এখন দেখার এটাই যে নির্বাচন কমিশন এই ক্ষেত্রে কি পদক্ষেপ নেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584