উত্তর দিনাজপুর জেলা জুড়ে হিংসার বাতাবরণ বনধ সমর্থকদের

0
56

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দারিভিট বিদ্যালয়ে দুই প্রাক্তন ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বিজেপির ডাকা ১২ঘন্টা বনধে বিক্ষিপ্তভাবে অশান্তির খবর পাওয়া যায়।সকালে ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে বিজেপির আদিবাসী সমর্থকেরা তীর ধনুক নিয়ে পথ অবরোধ করলে পুলিশ গিয়ে বনধ সমর্থকদের সরিয়ে দেয়। ইসলামপুরের কলেজ মোড় ও শিবডাঙ্গি এলাকায় বিজেপির বনধ সমর্থকেরা দুটি সরকারি বাস ভাঙচুর করে বলে জানা যায়।

নিজস্ব চিত্র

অপর দিকে ইসলামপুরের আলুয়াবাড়ি রেল স্টেশনে বিক্ষোভকারীরা ট্রেন অবরোধ করে।অন্যদিকে কালিয়াগঞ্জে বিজেপির কর্মী সমর্থকেরা মদের বোতলে বিজেপির দলীয় পতাকা নিয়ে পিকেটিং করলে পুলিশ মদের বোতল থেকে বিজেপির দলীয় পতাকা বের করে মদের বোতল ফেলে দিলে কিছুক্ষনের জন্য উত্তেজনা দেখা যায়।কালিয়াগঞ্জ বিডিও অফিসে বিজেপি নেতা অমিত সাহা ও বিজেপির জেলা পরিষদ সদস্য কমল সরকারের নেতৃত্বে সরকারি অফিসের দরজা বন্ধ করে দিলে কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় ব্লক অফিস চত্বর থেকে বিজেপি নেতা অমিত সাহা ও কমল সরকার সহ ১০জন পিকেটার্সকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।বেলা ১২টা নাগাদ ইসলামপুরে বিজেপির বন্ধ সমর্থকদের উপর লাঠি চার্জ করলে উত্তেজিত জনতা সরকারি বাসে আগুন ধরিয়ে দিলে উত্তেজনা চরমে পৌঁছয় । ইসলামপুর অগ্নিগর্ভ হয়ে ওঠে।কালিয়াগঞ্জের বাঘন কালিতলা বিদ্যাপীঠে বিজেপির বনধ সমর্থকেরা বিদ্যালয়ে গিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়।যদিও রায়গঞ্জ ও ইটাহার তুলনামূলকভাবে অন্যন্য জায়গার তুলনায় অনেকটাই বনধকে কেন্দ্র করে তেমন কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি বলে জানা যায়।কালিয়াগঞ্জ ও ইসলামপুর শহরে বনধকে ব্যার্থ করতে তৃণমূলের সমর্থকেরা রাস্তায় নামলেও বিজেপি র সমর্থকদের সাথে সরাসরি কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ বনধের আগের রাতে উত্তর দিনাজপুরে গুলিবিদ্ধ এক ছাত্র

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here