নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
চেন্নাই সুপারকিংস শিবিরে করোনা হানার পরেই আইপিএলকে ঘিরে করোনা ভয় সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বেড়েছে নিরাপত্তাও। ভারত তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়।
আরসিবির সোশ্যাল সাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “করোনা ভাইরাসের থেকে কিন্তু আমরা বেরিয়ে উঠতে পারি নি এখনও, ক্রিকেটের স্বার্থে এই পরিস্থিতির মধ্যেও আইপিএল হচ্ছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে। টুর্নামেন্টের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের সবার উচিত বায়ো-বাবল প্রোটোকলকে সম্মান দেওয়া ও সোশ্যাল ডিসটেন্স যতটা পারা যায় বজায় রাখা।
আরও পড়ুনঃ আক্রান্তরা-সহ চেন্নাই দলে সবাই নেগেটিভ
পরিস্থিতির বাইরে গিয়ে এমন কিছু করা উচিত নয় যা আমাদের সবাইকে বিপদে ফেলে। সবাই যদি সতর্ক হই তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনো যায়। মনে রাখতে হবে আমরা এখানে কেউ মজা করতে আসিনি। ঘুরে বেড়াতেও অসিনি।
আমরা এখানে শুধু ক্রিকেট খেলতে এসেছি। এটা সবাইকে বুঝতে হবে। আমরা দুবাইয়ে আটকে থাকতে চাই। আইপিএলটা ভালোয় ভালোয় শেষ হোক সেটা চাই।“ একই সঙ্গে তাঁর পরিবারের নতুন সদস্যর জন্য অপেক্ষা করছেন সেটাও জানান ভারত অধিনায়ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584