নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
কোনো অঘটন না ঘটলে কোনো প্রস্তুতি শিবির ছাড়াই স্টিভ স্মিথদের বিরুদ্ধে খেলতে হবে টিম বিরাটকে। অর্থাৎ আইপিএলের আগে টিম ইন্ডিয়ার প্রস্তুতি শিবির অনিশ্চিত।
আমিরসাহিতে আইপিএল শুরুর আগে আহমেদাবাদের নতুন মোতেরা স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার প্রস্তুতির ভাবনা ছিল সৌরভের বোর্ডের। যে স্টেডিয়াম গত ফেব্রুয়ারী মাসে ডোনাল্ড ট্রাম্প আসেন। সাত দিনের সেই শিবির সেরে আইপিএল খেলতে যেতেন ক্রিকেটাররা।
কিন্তু করোনার বাড় বাড়ন্তর জন্য সেই প্রস্তুতির ঝুঁকি নেবে না বিসিসিআই। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কিছু জানানো হয়নি। ফলে তারাও কিছু আয়োজন করছে না।
আরও পড়ুনঃ সচিন জানতো না কি করে তিনশো করতে হয়ঃ কপিল দেব
ফলে প্রস্তুতি ছাড়াই ডনের দেশে চিন মিউজিক সামলাতে হবে বিরাটদের। শনিবারের বৈঠকে জানা যাবে ৪ সেপ্টেম্বর ভারত অনুশীলন করবে কি না নরেন্দ্র মোদীর শহরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584