চেন্নাই টেস্টে হেরে রাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন বিরাট, পূজারারা

0
68

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের জের। প্রভাব পড়ল ভারতীয় ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে। পিছিয়ে যেতে হল বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের।

indian cricket team | newsfront.co

আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিং অনুযায়ী ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি পিছিয়ে গেলেন একধাপ। গতবার বিরাটকে চার নম্বরে ঠেলে দিয়ে তিনে উঠে এসেছিলেন মার্নাস ল্যাবুশান। এবার জো রুটের উত্থান পিছিয়ে যেতে বাধ্য করল কোহলিকে। রুট দু’ধাপ উঠে এসে পাঁচ থেকে তিন নম্বরে চলে এসেছেন। কোহলি পিছলে গিয়েছেন চার থেকে পাঁচে। ল্যাবুশান তৃতীয় স্থান থেকে চার নম্বরে নেমে গিয়েছেন।

প্রথম দু’টি স্থানে আগের মতোই কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথ অবস্থান করছেন। ব্যাটসম্যানদের প্রথম দশে ভারতের অপর প্রতিনিধি চেতেশ্বর পূজারা এক ধাপ পিছিয়ে ৬ থেকে ৭ নম্বরে চলে গিয়েছেন।

আরও পড়ুনঃ আরসিবি’র ব্যাটিং কোচ বাঙ্গার

বোলারদের তালিকার প্রথম দশে ভারতের দুই প্রতিনিধি রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রীত বুমরাহ একধাপ করে উন্নতি করেছেন। অশ্বিন আট থেকে সাতে এবং বুমরাহ নয় থেকে আটে উঠে এসেছেন। জেমস অ্যান্ডারসন ৩ ধাপ উঠে এসে তিন নম্বরে অবস্থান করছেন। প্রথম দু’টি স্থানে রয়েছেন প্যাট কামিন্স ও স্টুয়ার্ট ব্রড।

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলের আশায় জল, বেঙ্গালুরুতেই সুনীল জানালো টিম ম্যানেজমেন্ট

প্রথম দু’টি স্থানে আগের মতোই কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথ অবস্থান করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here