অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
এবার গোটা দেশ থেকে উঠতি ফুটবলার তুলে আনবেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এফসি গোয়া ও জার্মানির ক্লাব আরবি লাইপজিগের মধ্যে গাঁটছড়া আগেই হয়ে গিয়েছিল। এবার এই দুই দেশের ক্লাব তৃণমূল স্তর থেকে ফুটবলার খুঁজে আনার উদ্যোগ নিল। তারা শুরু করতে চলেছে একটি বিশেষ ফুটবল প্রশিক্ষণ শিবির।
যদিও করোনা ভাইরাস পরিস্থিতির জন্য আপাতত অন-লাইনে চলবে এই ক্লাস। স্বভাবতই আইএসএলের এই ফ্রাঞ্চাইজির উদ্যোগে সামিল হলেন তাদের অন্যতম কর্ণধার তথা ভারত অধিনায়ক বিরাট।
আরও পড়ুনঃ বেঙ্গালুরুকে কৃতিত্ব দিতেই হবে ওরা কাজটা কঠিন করে দিলঃ ফাউলার
ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশে বিরাট টুইটারে লিখলেন, “একজন পেশাদার ক্রীড়াবিদ হতে গেলে সবার আগে গোড়া থেকে পাঠ নিতে হবে। সকালে ঘুম থেকে উঠেই মাঠে যাও। জোরদার অনুশীলন করো। সেটা একজন পেশাদার কোচের অধীনেই সম্ভব। তাই এফসি গোয়া ও আরবি লাইপজিগের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবরে দ্রুত যোগ দাও।”
আরও পড়ুনঃ মারাদোনার মৃত্যুর আগের আরেকটি ভিডিও প্রকাশ্যে এলো
৬ থেকে ১৮ বছর বয়সের ছেলে-মেয়েদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন দেশের তারকা ফুটবলার ও এফসি গোয়ার কোচদের পেপটক থাকবে। এছাড়াও থাকবে বিশেষ ভিডিয়ো ক্লাস। পাশাপাশি আধুনিক ক্রীড়া বিজ্ঞান মেনে ছেলে-মেয়েদের সঠিক নিউট্রেশনের উপরেও জোর দেওয়া হবে। বিরাটের এই উদ্যোগের প্রশংসা সকলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584