আইপিএলের ২০০ ম্যাচ অধিনায়ক কোহলির

0
55

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আইপিএলের দ্বিশত ম্যাচ খেলতে নামলেন কেকেআরের বিরুদ্ধে। সোমবার আবুধাবি স্টেডিয়ামে আইপিএল লীগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোন এক ফ্র্যাঞ্চাইজির হয়ে দ্বিশত ম্যাচের ইনিংস খেললেন বিরাট কোহলি। ২০০৮ সালে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে যোগদান করেন কোহলি। ১৯১ ইনিংসে ৬,০৭৬ রান করেন এবং এভারেজ ৩৭.৯৭ এবং স্ট্রাইক রেট ১৩০-এর উপর। পাঁচটি সেঞ্চুরি এবং চল্লিশটি হাফ সেঞ্চুরি রয়েছে। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএল ফাইনাল খেলে আরসিবি।

Virat Kohli

আইপিএল লিগ শুরু হওয়ার পর একমাত্র বিরাট কোহলি প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন সোমবার কেকেআরের বিরুদ্ধে। অন্যান্যরা তার খুব কাছেই রয়েছে, চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি ১৮২ ও সুরেশ রায়না ১৭২। কিন্তু আইপিএলে সর্বোচ্চ ম্যাচ খেলার দিক থেকে বিরাট কোহলির স্থান পঞ্চম; প্রথম মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, দীনেশ কার্তিক ও সুরেশ রায়নার পর তার স্থান।

২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর ২০১১তে প্রথম অধিনায়কত্ব করেন রাজস্থান রয়েলসের বিরুদ্ধে কিন্তু ২০১৩ সালের পর পূর্ণ সময়ের জন্য তিনি আরসিবির অধিনায়ক মনোনীত হন। ২০১৬ সালে আইপিএলের টপ স্কোরার হন। ওই বছর ১৬ ম্যাচে ৯৭৩ রান করেন যার মধ্যে চারটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি রয়েছে ।ওই বছর অরেঞ্জ কাপও লাভ করেন।

আরও পড়ুনঃ প্রিমিয়ার লিগে দুর্দান্ত জয় ম্যান ইউয়ের

যদিও তিনি ঘোষণা করেছেন যে, এই বছর আইপিএল শেষ হওয়ার পর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে আর অধিনায়কত্ব করবেন না একজন সাধারণ ব্যক্তি হিসেবে খেলা চালিয়ে যাবেন। আজ কেকেআরের বিরুদ্ধে দুবাইয়ের ম্যাচের অন্যতম বৈশিষ্ট্য হল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তাদের চিরাচরিত পরিবর্তে নীল কালারের খেলা শুরু করেন। তাঁর উদ্দেশ্য হল করোনা মহামারীতে প্রথম সারি করোনা যোদ্ধাদের সমর্থনে তাদের এই জার্সির রং পরিবর্তন বলে আরসিবির পক্ষ থেকে জানানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here