অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
লজ্জার ইতিহাস। অ্যাডিলেড গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে ৫৩ রানে লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে। কামিন্স–হ্যাজেলউডের সামনে ৩৬ রানে শেষ টিম কোহলি যা টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর। ম্যাচ শেষে ভারত অধিনায়ক বিরাট কোহলি তাই দুষলেন দলের ব্যাটসম্যানদের।
তিনি বলেন,‘‘আমাদের হাতে ৬০ রানের কাছাকাছি লিড ছিল। তাও আমরা এতো খারাপ ব্যাটিং করে ওদের ম্যাচটা দিয়ে এলাম। গত দু’দিনে কঠোর পরিশ্রম করেছে দল। ভাল পজিশনেও পৌঁছে গিয়েছিল। কিন্তু এক ঘণ্টার খারাপ পারফরম্যান্স এমন পরিস্থিতি তৈরি করল, যা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিল। আমাদের আরও পরিকল্পনা করে খেলা উচিত ছিল। অজি বোলাররা প্রথম ইনিংসের মতোই বল করেছিল।
আরও পড়ুনঃ গল্ফ মাঠ থেকে ফিরে দেখি ভারতের খেলা শেষঃ আক্রম
কিন্তু আমরাই রান তোলার দিকে নজর দিতে গিয়ে একে একে উইকেট হারিয়েছি। সত্যি কথা বলতে বোলিং তেমন ভয়ংকর ছিল না। কিন্তু এটা স্পষ্ট যে আমাদের মানসিকতার জন্যই এমনটা হয়েছে। আমাদের মনে হয়েছে রান তোলা কঠিন হবে, আর সেখানেই অজি বোলাররা প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়েছে। মূলত আমাদের পরিকল্পনার অভাব এবং অজি বোলারদের দুরন্ত বোলিংয়ের জন্যই এই হার।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584