নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
লকডাউনের জেরে বন্ধ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আর তার ফলেই পড়াশোনা চালু রাখার জন্য অনলাইনে ক্লাস অনেকদিন আগে থেকে শুরু হয়েছে রাজ্যে। আর এবার জেলার বেশ কয়েকটি স্কুলের কথা ভেবে সর্বশিক্ষা মিশনের উদ্যোগে, বাঁকুড়া জেলায় মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য মঙ্গলবার থেকে শুরু হল ভার্চুয়াল ক্লাস।
এই মাধ্যমের মধ্যে দিয়ে প্রতিটি সাবজেক্টের ক্লাস রেকর্ড করে ইন্টারনেটে ছাড়া থাকবে। এমনকি একটি বিশেষ লিংকের সাহায্যে ছাত্রছাত্রীরা নিজেদের অ্যান্ড্রয়েড মোবাইলে এই ক্লাসের মাধ্যমে পড়াশোনা করতে পারবেন বলে জানিয়েছেন সর্বশিক্ষা মিশনের জেলা আধিকারিক।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলার সচেতনতায় অভিনব উদ্যোগ পুলিশের
এর পাশাপাশি এদিন নিজে মাধ্যমিক স্তরের ভূগোলের ক্লাস নিয়ে এই ই-ক্লাসের সূচনা করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা ভূগোলের অধ্যাপক শ্যামল সাঁতরা। এছাড়াও জঙ্গল মহলের আদিবাসী ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেও অলচিকি ভাষার মাধ্যমেও এদিন এই ই-ক্লাস শুরু করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584