নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
করোনার জন্য দরকার সোশ্যাল ডিসটেন্স। সে কারণে সব কিছুই ভার্চুয়াল ভাবে হচ্ছে। এবার সেই ছায়া দেখা যেতে পারে আইপিএল ধারাভাষ্যতে। সীমিত সংখ্যক মানুষ দিয়ে আইপিএল করাটা চ্যালেঞ্জ। তাই আইপিএল কমিটি চিন্তা করছে ভার্চুয়াল ধারাভাষ্য যাতে করানো যায়। সম্পত্তি দক্ষিণ আফ্রিকার এক ঘরোয়া টি-২০ ম্যাচে সঞ্জয় মঞ্জরেকর ও ইরফান পাঠান ঘরে বসেই ধারাভাষ্য দিয়েছেন।
পাঠান ম্যাচ চলাকালীন জানান, কোভিড১৯ পরিস্থিতিতে সব থেকে ভাল ঘরে বসে ধারাভাষ্য দেওয়া এতে সবার মঙ্গল। বোর্ড তেমন রাস্তায় এগোচ্ছে।
আরও পড়ুনঃ আই লীগ কলকাতাতেই জানালো ফেডারেশন
তাছাড়া বিসিসিআই-র অনেক টাকা ক্ষতি হয়েছে আইপিএল দেশে না হওয়াতে। তাতে খরচেও লাগাম টানা যাবে। সম্প্রচারকারী টিভি চ্যানেলের কাছে চ্যালেঞ্জটা নতুন নয় অতীতে অনেক ম্যাচ বিভিন্ন ভাষায় ষ্টুডিও থেকে ধারাভাষ্য দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584