ফিউচার কেয়ারের উদ্যোগে ওয়েবসাইটের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতা

0
589

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

কোভিড পরিস্থিতির মধ্যেই অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ফিউচার কেয়ারের উদ্যোগে আয়োজিত হলো বহুমুখী ও অভিনব সাংস্কৃতিক প্রতিযোগিতা। মেদিনীপুর ফিউচার কেয়ার সোসাইটির উদ্যোগে অতিমারীর এই ভয়াবহ সময়ে কার্যত একপ্রকার গৃহবন্দী থাকা ১৮ বছর বয়স পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মানসিক আনন্দ দিতে এবং তাদের সাংস্কৃতিক প্রতিভা প্রকাশের একটা সুযোগ করে দেওয়ার লক্ষ্যে সংস্থার নিজস্ব ওয়েবসাইটে মাধ্যমে গত ২১-২৭শে জুন, ২০২১ একটি বহুমুখী অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Poster

অবিভক্ত মেদিনীপুর জেলায় ওয়েবসাইটের মাধ্যমে এই ধরনের বহুমুখী সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্ভবত এটাই প্রথম আয়োজন। ভার্চুয়ালি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক ডাঃরশ্মি কমল। এই প্রতিযোগিতা ঘিরে বিভিন্ন স্তরের স্কুল পড়ুয়াদের মধ্য ব্যপক উৎসাহ লক্ষ্য করে আয়োজকরা এই প্রতিযোগিতার অংশগ্রহণের শেষ তারিখ ৩০ শে জুন পর্যন্ত বাড়াতে বাধ্য হন।

Cultural Programme

এই প্রতিযোগিতার ৭টি বিষয়ের বয়সভিত্তিক ১৭টি বিভাগে দক্ষিণবঙ্গের ৭ টি জেলা থেকে মোট ৭৭৭জন প্রতিযোগী অংশ নিয়েছেন। যে সাতটি বিষয়ে প্রতিযোগিতা হয় সেগুলি হলো- আবৃত্তি,সঙ্গীত, নৃত্য, বক্তব্য, মৌলিক লেখা, অংকন ও ফটোগ্রাফি। বর্তমানে অবিভক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন ক্ষেত্রের ৩২ জন বিশিষ্ট বিচারক এই প্রতিযোগিতার বিচারকার্য সম্পাদন করছেন।

আরও পড়ুনঃ ব্যক্তিগত গাড়িতে সরকারি লোগো লাগিয়ে অবাধে যাতায়াত, তল্লাশি শুরু মুর্শিদাবাদে

যার ফলাফল ১১ই জুলাই, ২০২১ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হবে। সংস্থার প্রতিষ্ঠাতা প্রবীর পাল ও সমগ্র অনুষ্ঠানটির পরিচালক মৃত্যুঞ্জয় সামন্ত এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, তাঁরা শিক্ষাক্ষেত্রে নানান কর্মকান্ডের পাশাপাশি, প্রতি বছর ছাত্র-ছাত্রীদের স্কলারশীপ ও অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা ব্যবস্থা করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here