নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
প্রত্যেক বছরের মতো এই বছরও পুজো পরিক্রমার আয়োজন করেছে নব নালন্দা স্কুল। এই পুজো পরিক্রমায় বিচারকের ভূমিকায় থাকে স্কুলের ছাত্র-ছাত্রীরাই। কিন্তু করোনা আবহে এবার পুজোটা অন্যরকম। সশরীরে মণ্ডপে পৌঁছে বিচার করাটা বেশ ঝুঁকি-পূর্ণ।
তাই এক অভিনব পন্থা অবলম্বন করেছে এই স্কুল। ‘নবরবিকিরণ’ নামে একটি অ্যাপের সহায়তা নিয়েছে এই স্কুল। সেই অ্যাপের মাধ্যমেই জানা যাবে কোন পুজো মন্ডপ কেমন ভাবে সেজে উঠেছে এই প্যান্ডেমিক পরিস্থিতিতে । কোন পুজো মন্ডপ কতটা সাবধানতা অবলম্বন করছে তার ও হদিশ দেবে এই নতুন অ্যাপটি ।
এই নতুন অ্যাপটি লঞ্চ করার দিনে স্কুলে হাজির ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন, সুরকার জয় সরকার, সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ আরও অন্যান্য বিদ্বজনেরা ।
নব নালন্দা স্কুলের প্রিন্সিপাল জানান, “বাঙালির সেরা পুজো দুর্গাপুজো। কিন্তু এই বছরটা একেবারেই অন্যরকম। পুজোর আনন্দ যাতে মাটি না হয়, স্কুলের ছাত্র-ছাত্রী সহ সবাইকে বিনোদনের একটা সুযোগ করে দিতে এবছর অ্যাপের মাধ্যমে পুজোর অনুষ্ঠান করা হচ্ছে। আর এই অ্যাপের মাধ্যমে সেরা দুর্গাপুজো দেখা যাবে। প্রতিবছর একটা পুজোর থিম সং করা হয়। যেখানে স্কুলের ছাত্র-ছাত্রী সহ অতিথি শিল্পীরাও অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ ভলভো বাসে ঠাকুরদর্শন, জলযানে চড়ে ভাসান! অনলাইন বুকিং শুরু পরিবহণ নিগমের
অন্যবারের মতো এবারও এই সংগীতায়োজনের দায়িত্বে রয়েছেন জয় সরকার। এবছর নব নালন্দা স্কুলের ছাত্রছাত্রীরা ভার্চুয়াল দুর্গাপুজোর সাক্ষী থাকবে। সপ্তমীতে পুজোর থিম সং প্রকাশ পাবে। এই অ্যাপ যে কেউ ডাউনলোড করতে পারেন।
আরও পড়ুনঃ মেট্রো পরিষেবার সময়সীমা বৃদ্ধি আজ থেকে
যার মাধ্যমে অঞ্জলি, সন্ধ্যারতি, পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুজোর লাইভ, বিসর্জনের অনুষ্ঠানও দেখতে পাওয়া যাবে। এই প্রজন্মের নানান খ্যাতিমান শিল্পী ইমন চক্রবর্তী, জয় সরকার থেকে শুরু করে নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের গানও শুনতে পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584