মনিরুল হক,কোচবিহারঃ
তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষে দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্র অলোক নিতাই দাসের খুনীদের গ্রেফতারের দাবিতে ফের পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ।সোমবার সন্ধ্যায় দিনহাটা শহরে অলোকনন্দী ভবন থেকে ওই মিছিল বের হয়।ওই মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ করে অলোক নন্দী ভবনের সামনে।এদিন ওই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী সাবানা খাতুন,বিকি মন্ডল, রানা খান সহ আরও অনেকে।এদিন ওই মিছিলে দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্র অলোক নিতাই দাসের খুনের সঙ্গে জড়িত সকল দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানানো হয়।
প্রসঙ্গত,দিন কয়েক আগে দিনহাটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এরই জেরে কলেজের প্রথম বর্ষের ছাত্র অলোক নিতাই দাসের মৃত্যু হয়। ছাত্রটির পরিবারের তরফ থেকে জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সাবীর সাহা চৌধুরী,দিনহাটা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ ঘোষ সহ ২০ জনের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।সকল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ফের পথে নামলো তৃণমূল ছাত্র পরিষদ।এদিন তৃনমুল ছাত্র পরিষদের নেত্রী সাবানা খাতুন বলেন, “ নিতাই দাসের খুনীদের মাত্র ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বাকিদের কেন গ্রেপ্তার করা হল না।দীর্ঘ দিন হয়ে গেল এখনও পর্যন্ত কেন খুনীদের গ্রেপ্তার করা হল না পুলিশ প্রশাসনের কাছে আমরা জানতে চাই।নাকি তারা খুনীদের আড়াল করার চেষ্টা করছে।খুনীদের যাতে অবিলম্বে গ্রেপ্তার করে তার দাবিতে আজ আমরা মিছিল করলাম।” তিনি আরও বলেন,”পুলিশ প্রশাসনের কাছে বিশেষ আর্জি যারা অলোক নিতাই দাসের খুনী তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।না হলে আমরা তৃনমুল ছাত্র পরিষদ বৃহত্তর আন্দোলনে নামব।”
আরও পড়ুনঃ দিনহাটায় উদ্ধার হল তাজা বোমা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584