‘মন ফাগুন’-এর মজাদার ভার্চুয়াল আড্ডায় কালিম্পং থেকে হাজির সৃজলা-শন-গীতশ্রী

0
1497

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

২৬ জুলাই থেকে টেলিদর্শকের মনে ফাগুন আনতে চলেছে ধারাবাহিক ‘মন ফাগুন’। ঋষিরাজ আর পিহুর ছেলেবেলার প্রেম ফিরে পাওয়ার গল্প বলবে এই ধারাবাহিক। আদ্যোপান্ত প্রেমের গল্প বলতে আসছে এই ধারাবাহিক।

Shan Srijala
‘মন ফাগুন’-এ শন-সৃজলা

‘অ্যাক্রোপলিশ এন্টারটেইনমেন্ট’-এর তরফে স্নিগ্ধা বসু জানান- “আমার দৃঢ় বিশ্বাস সকলের মনে ফাগুন এনে দেবে এই ধারাবাহিক। রাত সাড়ে ৮ টা থেকে ৯ টা টিভি ছেড়ে উঠলে চলবে না। স্টার জলসার কাছে আমি কৃতজ্ঞ যে তারা সবসময় আমাকে নানা ধরনের গল্প নিয়ে কাজ করার সুযোগ দেয়। এবং খুব স্বাধীনতা দেয় গল্পটা ঠিক করে বলার জন্য। স্টার জলসার মনে হয়েছে রাত সাড়ে ৮ টার স্লটে একটা প্রেমের গল্প দেওয়া যায় তাই আমাদের ওই সময়টা দিয়েছে৷ আমি এবং আমরা খুশি। বাকিটা সময়ের হাতে।”

পিহু অর্থাৎ সৃজলা গুহ জানান- “আমি একেবারে নতুন। সবার কাছ থেকে খুব সাপোর্ট পাচ্ছি আমি। শিখছি প্রতি মুহূর্তে। খুব মজা হচ্ছে। সবাই খুব লাভিং। গীতশ্রী তো জাস্ট সুইট হার্ট। সব মিলিয়ে খুব এনজয় করছি। গরমের মধ্যেও মাফলার জড়িয়ে শট দিয়েছি। এর থেকে মজাদার এক্সপেরিয়েন্স কী হতে পারে?”

Virtual conference
ভার্চুয়াল প্রেস কনফারেন্সে শন এবং সৃজলা

কালিম্পং-এ শুটিং করতে গিয়ে ফুল আর চকলেটের বন্যায় বয়ে গিয়েছেন লেডি ক্রাশ শন বন্দ্যোপাধ্যায়। স্টার জলসার সঙ্গে এটি তাঁর তৃতীয় কাজ। ‘আমি সিরাজের বেগম’, ‘এখানে আকাশ নীল’-এর পর এবার ‘মন ফাগুন’। তিনটি ধারাবাহিকেই শন ভীষণরকমের প্রেমিক৷ এই ব্যাপারে জানতে চাইলে শন জানান- “ঋষিরাজ খুব নরম মনের একজন মানুষ৷ একজন খাঁটি প্রেমিক মনের সে। পরিস্থিতি তাকে একটু অন্যরকম করে দিয়েছে। সেটা কীরকম তা জানতে হলে দেখতে হবে ‘মন ফাগুন’।”

ভার্চুয়াল প্রেস কনফারেন্সে হাজির ছিলেন শাশ্বতী গুহ ঠাকুরতা, বিশ্বনাথ বসু, মল্লিকা মজুমদার, প্রান্তিক ব্যানার্জি, গীতশ্রী রায়, অমৃতা রায়, রব দে। সকলেই নতুন কাজ নতুন চরিত্র নিয়ে বেজায় খুশি। জমিয়ে অভিনয় করছেন সকলে।

আরও পড়ুনঃ মেয়েরা বিয়ের পর কেন বাপ-মাকে দেখবে না? প্রশ্ন তুলবে ‘মৌ-এর বাড়ি’

শাশ্বতী গুহ ঠাকুরতা থাকবেন ঋষিরাজের ঠাম্মির চরিত্রে। ঋষিরাজের পরিবারেই আছেন রব দে, গীতশ্রী রায়। ওদিকে পিহুর মাসি-মেসোর চরিত্রে মল্লিকা মজুমদার এবং বিশ্বনাথ বসু। তারা নিজের মেয়ের সঙ্গে পিহুকে আলাদা করে দেখে না। পিহুও তাদের নিজের মেয়ের মতোই। দুই বোনেরও ভাব খুব। পিহুর মাসতুতো বোনের চরিত্রে অমৃতা। মাসি আর মেসো পিহুকে যেন বাবা-মায়ের থেকেও বেশি আস্কারা দেয়৷

আরও পড়ুনঃ পর্দায় লেখকের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গান গাইবেন গার্গী

প্রান্তিক এখানে থাকছেন এক দারুণ চরিত্রে। অনেকদিন পর টেলিভিশনে ফিরলেন গীতশ্রী রায়। ধারাবাহিকটির পরিচালনায় আছেন লক্ষ্মণ ঘোষ। টাইটেল ট্র‍্যাক পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত। সবাইকে নিয়ে জমিয়ে শুটিং চলছে পাহাড়ে এবং সমতলে। ২৬ জুলাই থেকে প্রতিদিন রাত সাড়ে ৮ টার স্লটে আসছে ‘মন ফাগুন’ স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here