মাই সিনেমা হলে চলছে ভার্চুয়াল শর্টফিল্ম ফেস্টিভ্যাল, ফলাফল ১৫ নভেম্বর

0
73

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ভার্চুয়াল সিনেমা প্রদর্শনী প্লাটফর্ম ‘মাই সিনেমা হল’-এর উদ্যোগে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অবধি অনুষ্ঠিত হচ্ছে -‘মাই শর্টস্’ শিরোনামের একটি যুগান্তকারী স্বল্প দৈর্ঘের বাংলা চলচ্চিত্র উৎসব। স্বল্প দৈর্ঘের চলচ্চিত্রজগতে এরকম প্রয়াস এই প্রথম। শুধু তাই নয়, একই সঙ্গে ছবির প্রদর্শন এবং অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ পাচ্ছেন ছবির নির্মাতারা।

Best film nomination | newsfront.co

এই চলচ্চিত উৎসবের প্রধান বিচরমণ্ডলীতে রয়েছেন প্রখ্যাত অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, অর্ঘকমল মিত্র (পুরস্কার প্রাপ্ত সম্পাদক), অনীক দত্ত (খ্যাতনামা পরিচালক) এবং সোহাগ সেন (অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব )।
চলচ্চিত্র নির্মাতা, নির্দেশকদের কাছ থেকে খুব ভাল প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে উদ্যোক্তাদের তরফে।

আরও পড়ুনঃ দর্শক দরবারে হাজির শাশ্বত-সোনালির ‘কফিন’

তিনশোরও বেশি ছায়াছবি জমা পড়েছে, যার মধ্যে বিভিন্ন ছবি আন্তর্জাতিক পুরস্কারে পুরষ্কৃত এবং অনেক ছবি নতুন এবং উদীয়মান নির্মাতা, নির্দেশকের তৈরি।প্রাথমিক স্ক্রিনিং-এর পর সর্বোচ ৬৯ টি ছবিকে তালিকাভুক্ত করা হয়েছে। সামাজিক পরিস্থিতি, বর্তমান, সম্পর্কের গল্প, সায়েন্স ফিকশন-এর মতো কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে এমন ছবিই বেছে নেওয়া হয়েছে।

‘আ সাইলেন্ট ওয়ারেবল’, ‘লিটল প্যারাডাইস’, ‘সম্পূরক’, ‘উহাদের কথা’-র মতো ৮টি ছবি ‘সর্বশ্রেষ্ঠ ছায়াছবি’ বিভাগে পুরস্কারের জন্য মনোনিত হয়েছে। অন্যান্য বিভাগেও মনোনিত হয়েছে বেশ কিছু ছবি।
আগামী ১৫ নভেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ রহস্যের গন্ধ ছড়াবে অরুদীপ্ত’র ‘স্মেল’

‘মাই সিনেমা হল’-এর প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন, যাত্রিক চক্রবর্তী বলেন – “আমাদের একটি বড় উদ্দেশ্য ছিল একজন শর্ট ফিল্মমেকার যাতে টিকিটের বিনিময়ে তাঁর তৈরি ছবি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারে। সেই উদ্দেশ্যে আমরা অনেকাংশেই সফল হতে পেরেছি বলে আমরা মনে করি। প্রচুর দর্শক টিকিট কেটে শর্ট ফিল্মস দেখতে আগ্রহী হচ্ছেন।”

‘মাই সিনেমা হল’-এর আরেকজন অন্যতম প্রধান কর্ণধার কল্যাণময় চ্যাটার্জি বলেন- “এই চলচ্চিত্র উৎসব বেশ সাড়া ফেলেছে। প্রচুর দর্শক আসছেন প্রতিদিন। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে, ভাল ছবি দর্শকদের কাছে পৌঁছে দেব।”

বিখ্যাত পরিচালক এবং অন্যতম বিচারক অনীক দত্ত বলেন- “এই উৎসব চিত্র নির্মাতাদের গুণগ্রাহী দর্শক গোষ্ঠীর কাছে নিজেদের ছবি দেখাবার সুযোগ করে দিচ্ছে। আমার স্থির বিশ্বাস জাতীয় ও আন্তর্জাতিক ফিল্ম উৎসবে ভাল ছবি বেছে নেবার জন্য এই উৎসবের ছবিগুলির ভাণ্ডার প্রয়োজনীর বলে গণ্য হবার যোগ্যতা রাখবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here