শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সল্টলেক আমরির পর প্রথম সরকারি হাসপাতাল হিসেবে ভার্চুয়াল ভিজিটিং আওয়ার শুরু হল এমআরবাঙুরে। প্রত্যেক দিন ভিজিটিং আওয়ার চলাকালীন ডাক্তার বা নার্সদের স্মার্টফোনের মাধ্যমে পরিবারের লোকেদের সঙ্গে ভিডিয়ো কল করতে পারবেন করোনা আক্রান্তরা। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগী থেকে আত্মীয় স্বজন সকলেই।
প্রসঙ্গত, করোনা রোগীকে সুস্থ করে তুলতে গেলে ওষুধের সঙ্গে প্রয়োজন মনের জোরও। এমনিতেই করোনা হাসপাতালে মোবাইল নিষিদ্ধ। একমাত্র পরিবারের সঙ্গ রোগীর মানসিক জোর অনেকটাই বাড়িয়ে দিতে পারে। কিন্তু রোজ রোজ রোগীর আত্মীয়রা হাসপাতালে এসে দেখা করলে তাঁরা নিজেরাও করোনা আক্রান্ত হয়ে যেতে পারেন। সেই কারণে প্রথম ভার্চুয়াল ভিজিটিং আওয়ার শুরু করে সল্টলেক আমরি হাসপাতাল।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে করোনা মৃত্যু গোপন করতে চিকিৎসকদের নির্দেশ, দাবি অধীরের
এবার সেই একই ধারা অনুসরণ করে রোগীদের মানসিক জোর ধরে রাখতে ভার্চুয়াল ভিজিটিং আওয়ার চালু করল এমআর বাঙুর হাসপাতালও। প্রথম সরকারি হাসপাতাল হিসেবে এই পরিষেবা চালু হল এমআর বাঙুর হাসপাতালে। প্রতিদিন হাসপাতালের স্বাভাবিক ভিজিটিং আওয়ার চলাকালীন ডাক্তার বা নার্সদের স্মার্টফোনের মাধ্যমে পরিবারের লোকেদের সঙ্গে ভিডিও কল করতে পারবেন করোনা আক্রান্তরা।
বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারলে, তাঁদের দেখতে পারলে মনের জোর করোনা আক্রান্তরা ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে। শিগগিরই আইসোলেশন ওয়ার্ডে ট্যাব রাখার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। প্রত্যেকদিন বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে সব করোনা রোগীকে বাড়ির লোকের সঙ্গে ভিডিও কল করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ঠিকমত চললে বাকি করোনা হাসপাতালগুলিতেও একই পদ্ধতি অনুসরণ করা হতে পারে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584