কীভাবে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল্যায়ন? জানাল পর্ষদ

0
58

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা পরিস্থিতির ওপর বিচার করে বাতিল করা হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঘোষণা করা হয়েছিল এই অতিমারিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে পরীক্ষা নেওয়া সম্ভব নয় তবে নেওয়া হবে মূল্যায়ন। আর মূল্যায়নের ওপর ভিত্তি করেই ফল প্রকাশ করা হবে। আজ শুক্রবার পর্ষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হল কীভাবে হবে এই দুই পরীক্ষার মূল্যায়ন?

wbbse exam | newsfront.co
প্রতীকী চিত্র

পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, মাধ্যমিকের মূল্যায়ন হবে ৫০-৫০ ফর্মুলায়। জানানো হয়েছে, নবম শ্রেণির পরীক্ষার ফল থেকে ৫০ নম্বর এবং দশম শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে ৫০ নম্বরের ওপর হবে ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন। তবে কোনও পরীক্ষার্থী যদি এই মূল্যায়নে সন্তুষ্ট না হন, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছে পর্ষদ।

আরও পড়ুনঃ অগ্নিমূল্য পেট্রোল ডিজেল! আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোল মূল্য ৯৬.৮৪ টাকা

অপরদিকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মূল্যায়ন হবে ২০১৯-এর মাধ্যমিকের ৪ বিষয়ে পাওয়া সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশের সঙ্গে যোগ হবে ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ। এক্ষেত্রেও পরীক্ষার্থী মূল্যায়নে সন্তুষ্ট না হলে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ বিধায়কদের দলীয় চাঁদা দ্বিগুণ বৃদ্ধি করল তৃণমূল

প্রসঙ্গত, কয়েকদিন আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক নিয়ে অভিভাবকদের কাছে ই-মেল মারফত মতামত জানতে চায় রাজ্য সরকার। তার পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, এবছর করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করে নেওয়া হবে মূল্যায়ন। তারপর সেই মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করা হবে। সেইমতেই আজ সিদ্ধান্ত জানাল পর্ষদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here