সুদীপ পাল,বর্ধমানঃ
কলকাতার রবীন্দ্রসদনে গিয়েছিলেন বর্ধমানের বাসিন্দা রুপালি বল্লভ। ঘুরতে যাওয়া নয় তাঁর যাওয়ার উদ্দেশ্য ছিল ক্যান্সার আক্রান্তদের নিয়ে সেখানে একটি সভা হচ্ছিল। তিনি নিজেও ক্যান্সার রোগী। কিন্তু রাতে ফিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপি সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের ঘটনায় ছেলের ছবি দেখে রীতিমত স্তম্ভিত। শুক্রবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় নানা পোষ্টারে দেবাঞ্জনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। যা দেখে তাঁরা চিন্তিত।
কলকাতার সংস্কৃত কলেজের ভাষাবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র দেবাঞ্জন। গত তিন বছর ধরে সে কলকাতায় থাকে। তার বাবা চন্দনবাবু বর্ধমানের একটি স্কুলের শিক্ষক। বর্ধমানের একটি আবাসনে দীর্ঘ নয় বছর ধরে এই পরিবারের বাস। রূপালিদেবী বলছেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ।
আরও পড়ুনঃ হাত ভেঙে দেওয়ার হুমকি দিলীপের
কিন্তু চিন্তায় রয়েছি যাতে ছেলের জীবন নষ্ট না হয়ে যায়।’ যদিও দেবাঞ্জন দাবি করেছে, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল তার দিকে হাত চালাতে এলে নিজেকে আত্মরক্ষার জন্য সে হাত সামনে নিয়ে এসেছিল। একটি ছবিকে বিকৃত করা হয়েছে বলে সে দাবি করে। বিজেপির আইটি সেলের ঘটনার বিকৃতি এবং অপপ্রচারের অভিযোগ করে সে। যদিও ক্যান্সার আক্রান্ত মা রুপালি দেবী ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর ছেলের নামে বিভিন্ন পোস্টার দেখা যাচ্ছে। মা-এর আর্জি জানিয়েছেন ছেলের ভবিষ্যতের কথা ভাবা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584