ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
পুলিশ বাবার পা ধরে ছোট্ট শিশুর আর্তনাদ।তার দাবি বাবাকে তার কাজে বেরোতে দেবে না।এদিকে পুলিশ বাবা সন্তানকে নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করছেন।
কিন্তু ছোট্ট শিশুটি কোন কিছু বুঝতে নারাজ।সে শুধু বাবার সঙ্গ চায়,আদর চায়,পাশে চায় বাবাকে।
দিন কয়েক আগে নেট দুনিয়ায় এরকমই একটা মর্মস্পর্শী ভিডিও ভাইরাল হতেই নেটিজেন মহল যেন আবারো একবার জানিয়ে দিল ফেসবুক,হোয়াটসঅ্যাপ, টুইটার বা ইন্টারনেট জুড়ে ছড়িয়ে থাকা হাজারো ব্যাঙ্গ রসপূর্ণ ভিডিও বা আনন্দদায়ক ভিডিওর মধ্যে আজও তারা খুঁজে ফেরে হৃদয়গ্রাহী আবেগপূর্ণ মুহূর্তের একটা ঝলক যেখানে পূর্ব প্রস্তুতি নেই,নেই সংলাপ,রয়েছে শুধু অনুভূতি দিয়ে বুঝে নিঃশব্দে কান্নার অবকাশ।
This is the toughest part of the police job. Due to long and erratic duty hours most of the police officers have to face this situation.
Do watch. pic.twitter.com/aDOVpVZ879
— Arun Bothra (@arunbothra) April 28, 2019
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট শিশু তার পুলিশ বাবার পা ধরে আর্তনাদ করছে,বাবাকে যেতে দেবে না।বাবা মাথায় হাত বুলিয়ে সন্তর্পনে শিশুকে বোঝাচ্ছে, “যানে দে বেটা জলদি আ জাউঙ্গা।”
আরও পড়ুনঃ ধর্ষণ মামলায় আশারাম পুত্র নারায়ণের যাবজ্জীবন
ছোট্ট শিশুটি হয়তো জানে: বাবা পুলিশ কিন্তু জানে না কি তার দায়িত্ব।পুলিশ বাবার ডিউটিতে যাওয়ার সময় নিশ্চিত কিন্তু ফেরার সময় একেবারে অনিশ্চিত।আর ঠিক এভাবেই বাবা-মায়ের কর্মব্যস্ততায় তাদের না পেয়ে খুব ছোটবেলা থেকেই শিশুমন অনুভূতিহীন হয়ে ধীরে ধীরে মানসিক ভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।শিশুমন বিশেষজ্ঞদের মত বাবা মা এর উপযুক্ত এবং সঠিক সঙ্গ না পেলে শিশুর পরিপূর্ণ মানসিক বিকাশ বাধা পায়।তাই হাজারো ব্যস্ততায় সঙ্গে থাকুন আপনার সন্তানের,তাকে একটু সময় দিন,বাড়িয়ে দিন আপনাকে ঘিরে থাকা তার উৎসাহ গুলিকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584