নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
পুকুর কাটতে গিয়ে উদ্ধার হল একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। বৃহস্পতিবার দুপুরে মূর্তি উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার মানুষ মূর্তিটিকে মন্দিরে রেখে পূজা আর্চনা শুরু করেছেন।
গ্রামের মানুষের দাবি, মূর্তিটি কষ্টি পাথরের হতে পারে। উদ্ধারের সময়ে কোদালে আঘাতে মাথার উপরের কিছুটা অংশ ভেঙে গিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধীন দাসিয়া গ্রামে।
আরও পড়ুনঃ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
গত কয়েকদিন ধরে দাসিয়া গ্রামে ১০০ দিনের প্রকল্পে পুকুর খননের কাজ চলছে। গ্রামবাসিরা পুকুর কাটতে গেলে মাটির সঙ্গে কষ্টি পাথরের মূর্তিটি উঠে আসে।
গ্রামবাসীরা মূর্তিটিকে ভাল করে ধুয়ে সামনে দুর্গা মন্দিরে প্রতিষ্ঠা করে। মূর্তি উদ্ধারে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মূর্তিটিকে দেখতে ভিড় জমায় গ্রামের মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584