পিয়ালী দাস, বীরভূমঃ
বন্যায় বিপর্যস্ত কেরালা।তাই পরিজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে চিন্তায় রয়েছেন বিশ্বভারতীর কয়েকজন পড়ুয়া থেকে অধ্যাপক। অন্যদিকে,ব্যাঙ্কিং পরিষেবা বিপর্যস্ত হওয়ায় বাড়ি থেকেও টাকা পাঠাতে পারছে না। ফলে,সমস্যা পড়েছেন অনেক পড়ুয়া।
আরো পড়ুনঃ কেরলের বানভাসি দুর্গতদের পাশে বিধাননগরের মহিলারা
বিশ্বভারতীতে প্রায় ৫০ জন কেরালার পড়ুয়া রয়েছেন।এছাড়াও, কলাভবন,সংগীত ভবনসহ অন্য বিভাগে বেশ কয়েকজন অধ্যাপক রয়েছেন যাঁদের বাড়ি কেরালায়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকজনের পরিবার। নেটওয়ার্ক না থাকায় অনেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।চিন্তায় রয়েছেন তাঁরা।তবে, কয়েকজন পড়ুয়া পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন।রেল যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় বোলপুর স্টেশন থেকে কেরালা যাওয়ার সরাসরি কোনও টিকিট মিলছে না।অনেক এলাকায় বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা। ফলে,বিশ্বভারতীতে থাকা পড়ুয়াদের খরচের টাকা পাঠাতে পারছে না অনেক পরিবার।ফলে, আর্থিক দিক থেকেও সংকটে পড়েছেন পড়ুয়াদের একাংশ।
বিশ্বভারতীর কলাভবনের এক ছাত্র অনুপ এম জি বলেন, “পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ শুনলাম। আমার অনেক আত্মীয় আগেই ত্রাণ শিবিরে চলে গেছেন। বাড়ির জন্য চিন্তা হচ্ছে। কিন্তু, রেল ব্যবস্থা ভালো নয়, তাই এখন বাড়ি যেতেও পারব না। কয়েকদিন পর অবস্থার উন্নতি হলে বাড়ি যাব।”
আরো পড়ুনঃ কেরলের বন্যা দুর্গতদের পাশে কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম সহ বিভিন্ন রাজনৈতিক দল
আরেক পড়ুয়া অমন দেব বলেন,”বাড়ির সঙ্গে প্রথমদিকে যোগাযোগ করতে পারছিলাম না। এখন অল্প অল্প যোগাযোগ করা যাচ্ছে।তবে, আসল সমস্যা হল ব্যাঙ্ক বন্ধ। তাই, বাড়ি থেকে টাকা পাঠাতে পারছে না। আমি এখানে খুব অসুবিধায় পড়েছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584