সুসজ্জিত মণ্ডপসজ্জা ও বাহারি আলোয় সেজেছে হলদিয়া

0
325

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

vishwakarma puja in haldia | newsfront.co
নিজস্ব চিত্র

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হলেও শিল্প শহর হলদিয়ায় বিশ্বকর্মা পুজো মধ্যদিয়ে উৎসবের আমেজ শুরু।হলদিয়ায় শুরু হয়ে গেলো শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর আরাধনা।হলদিয়াতে বিশ্বকর্মা বেশ কয়েকটি পুজোর শুভ সূচনা করলেন রাজ্যের পরিবহন, জলসম্পদ ও সেচ মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী।

vishwakarma puja in haldia | newsfront.co
নিজস্ব চিত্র

শিল্প শহর হলদিয়াতে প্রতিবছর মহাসমারোহে পূজিত হন সৃষ্টি তথা কর্মের দেবতা বিশ্বকর্মা।শিল্পনগরী হলদিয়াতে বিশ্বকর্মা পুজো মানেই আলাদা মাত্রা যোগ করে মানুষের মনের মধ্যে।

vishwakarma puja in haldia | newsfront.co
নিজস্ব চিত্র

বহু দূর-দূরান্ত থেকে লাখো লাখো মানুষের সমারোহ হয় সুসজ্জিত মণ্ডপসজ্জা ও বাহারি আলোর রোশনাই তে ভরা শিল্প নগরীতে দেখতে।বিভিন্ন শিল্প সংস্থা থেকে শুরু করে কর্মচারীবৃন্দ এই পুজো পালন করেন।ছোট বড় মিলে আড়াইশ বেশি পুজো হয়ে থাকে হলদিয়ায়।

মণ্ডপসজ্জা।নিজস্ব চিত্র

শিল্প সংস্থাগুলি সামাজিক দায়বদ্ধতা প্রকল্প থেকে প্রতিবছর প্রায় দেড় কোটি টাকা মত বিভিন্ন দুঃস্থ গরিব মানুষ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য খরচ করেন।শিল্প সংস্থার প্রতিনিধিদের এই কাজে উদ্বুদ্ধ করেছেন রাজ্যের মন্ত্রী তথা এইচডি এর চেয়ারম্যান শুভেন্দু অধিকারী।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শিরাকল ভেপকোয় বিশ্বকর্মা পূজার আয়োজন

এছাড়া বিশেষভাবে নজর দেওয়া হয় সেফটি অ্যান্ড সিকিউরিটি তে।সেফটি অ্যান্ড সিকিউরিটি জন্য শিল্প সংস্থা টি এম আই এল এল পরপর দু’বছর ন্যাশনাল সেফটি অ্যাওয়ার্ড পেয়েছেন।আগে শ্রমিকরা নিজেদের পরিবারদের নিয়ে আনন্দে মেতে উঠত।

কিন্তু শিল্প শহর হলদিয়ায় পুজোয় আমুল পরিবর্তন ঘটেছে।মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে হলদিয়া উন্নয়ন পর্ষদ এলাকার দুঃস্থ মানুষের পাশে থেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে।যা গত কয়েক বছর তা দেখা যাচ্ছে।

এখন উদ্যোক্তাদের কত বেশি সি এস আর এর টাকায় দুঃস্থদের হাত বাড়ানো যায় তার প্রতিযোগিতায় নেমেছে।পুজোকে কেন্দ্র করে ৫ দিনের মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে গোটা হলদিয়া শহরকে ঘিরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here