বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
গত শনিবার গভীর রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার কান্তিভিটায় অচমাই ভেঙে পড়ে নবনির্মিত উড়ালপুল।যদিও সেই ঘটনার কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা অভিযোগ করেন যে খুব নিম্নমানের মেটেরিয়াল দিয়ে তৈরি করা হচ্ছে।তবে নির্মীয়মান উড়ালপুল আচমকাই পড়ে যাবার কারণ খুঁজতে এদিন সকাল থেকেই মাঠে নেমেছে এনএএইচআই এর কর্তৃপক্ষ।ঠিক কি কারণে নবনির্মিত উড়ালপুলের একাংশ ভেঙে পড়ল তা এখনো বুঝে উঠতে পারছে না এনএএইচআই।তাই বিভিন্ন দিক থেকে ছবি তুলে,রিপোর্ট সংগ্রহ করছেন এনএইচএআই এর টেকনিক্যাল ম্যানেজার প্রদ্যুৎ দাশগুপ্ত।তিনি জানান যে সম্পূর্ণটাই তদন্ত সাপেক্ষ।তবে এখনো পর্যন্ত কোন ব্যক্তিকে শোকজ করা হয়নি। আপাতত কাজ বন্ধ আছে ঠিক কী কারনে এই পরিণতি হল তা খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে এদিন দুপুরে মুম্বাই থেকে ছুটে আসেন এলআন্ডটির টেকনিক্যাল হেড পি কে গুহ।
তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দিকগুলি খতিয়ে দেখেন।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রথমিক ভাবে মনে করা হচ্ছে যে কোন ভারি লড়ি বা কেন্টেনারের ধাক্কা লেগেই এমন হয়েছে। যদিও নব নির্মিত উড়ালপুলের একাংশের মেটেরিয়ালের গুনমত মান পরীক্ষা করা হচ্ছে। তাতে কোন সমস্যা নেই।অপরদিকে সাধারণ মানুষের বক্তব্য যে উড়ালপুলের উচ্চতার সঙ্গে কখনও লরি বা কোন কিছুর ধাক্কা লাগতে পারে না। কর্তৃপক্ষ কীভাবে বলে দিল যে কোন লরির ধাক্কায় ভেঙেছে।এইটা কোন ভাবেই সম্ভব। কর্তৃপক্ষ এখন বিভিন্ন ধরনের টালবাহানা করছেন।এর পাশাপাশি সাধারণ মানুষ আরও জানান যে উড়ালপুলটির সঠিক ভাবে তদন্ত করা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584